সরকারের পতনেই নারীর নিরাপত্তা নিশ্চিত হবে- দাবি রিজভীর

0

সময় এখন ডেস্ক:

দেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প’তনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আজকে আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তনু, মিতু, রাফিদের মতো অগণিত নারীর আর্তনাদ ভেসে আসছে। খবরের কাগজের পাতা খুলে শুধু নারী নির্যা’তনের খবর ছাড়া আপনারা কিছুই দেখবেন না।’

নারীর নিরাপত্তা নিয়ে রিজভী বলেন, ‘জাতি হিসেবে আমাদের আরও সোচ্চার হয়ে রাস্তায় নামতে হবে। কোথাও কারও কোনো নিরাপত্তা নেই। আপনার-আমার সন্তানেরও নিরাপত্তা নেই। সন্তানের নিরাপত্তার জন্য এ সরকারের প’তন ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আইয়ুব খান উন্নয়নের দশক করেছিল, স্বৈ’রাচারী শাসকের উন্নয়নের দশক। আর শেখ হাসিনার উন্নয়নের এক যুগ আমরা দেখলাম। সেই উন্নয়ন হচ্ছে নারী নির্যা’তনের উন্নয়ন।’

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, মাননীয় প্রধান বিচারপতি ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার শুনানিতে বলেছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে কু-রুচিপূর্ণ বক্তব্য দেয়া ঠিক নয়; আবার বলেছেন- অন্যান্য দেশেও স্যাটায়ার হয়, কিন্তু বাংলাদেশের স্যাটায়ার অন্যরকম। এতে দেশের ইমেজ ক্ষু’ণ্ন হয়।

কিন্তু আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে একটি প্রশ্ন রাখতে চাই, কোনো নাগরিকের কথা বলা, মুক্তকণ্ঠে আওয়াজ তোলা, চিত্রাঙ্কনে স্যাটায়ার তুলে ধরলে যদি তাকে সরকারি হেফাজতে খু’ন করা হয়, তাহলে তাতে কি দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায়? এটা তো জনগণ জানতে চাইতেই পারে।

আপনি প্রধান বিচারপতি, আপনি যে অভিমতগুলো দিয়েছেন এটা অবশ্যই শিরোধার্য। কিন্তু এই যে বলেছেন, স্যাটায়ার করলে দেশের ইমেজ ক্ষু’ণ্ন হয়, তাহলে কার্টুন আঁকার জন্য সরকারি হেফাজতে, পুলিশ হেফাজতে যদি তাদের হ’ত্যা করা হয় তাতে কি দেশের ইমেজ বাড়ে?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন এ সময়।

বলেন, ‘পুলিশের হাতে যে অ’স্ত্র দেয়া হয় সেটা কি লা’ঠি? সেটা প্রয়োজনে ব্যবহার করবে। পুলিশের আইজি সাহেব যখন র‌্যাবের ডিজি ছিলেন তখনও আন্দোলনের সময় বলেছেন- আপনারা কি গু’লি পকেটে রাখবেন? গু’লি কি আপনাদের পকেটে রাখার জন্য দেয়া হয়েছে?

‘দেশের বিরোধী কণ্ঠগুলো প্রত্যেকে কি মৃ’ত্যুদ’ণ্ডপ্রাপ্ত আসামি? এখানে আমরা যারা আছি সবাই আসামি? আপনি পুলিশের প্রধান হয়ে কী করে আপনার বাহিনীর সদস্যদের এ কথা বলতে পারেন?’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মহিলা দলের নেত্রী নূরে আরা সাফা, নিলুফার চৌধুরি মনি, আরিফা সুলতানাসহ অনেকই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !
  • 507
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!