বিএনপির সুবিধাবাদী নেতারা রফা করেছেন সরকারের সাথে!

0

বিশেষ প্রতিবেদন:

আন্দোলনে মাঠে না নামা, কর্মসূচিতে অংশ না নেয়ার বিনিময়ে ব্যবসা, ঠিকাদারি পাওয়া, মামলা স্থগিতসহ নানান সুবিধা পেতে সরকারের সাথে বিএনপির কেন্দ্রীয় সুবিধাবাদী নেতারা নিজেদের বিক্রি করেছেন বলে দাবি করছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

তাদের দাবি, খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে বেইমানি করছেন দলের দায়িত্বশীল সুবিধাবাদী কিছু নেতা। আন্দোলন-সংগ্রাম বা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে এক পা এগোলে স্বার্থের চিন্তায় দু পা পিছিয়ে যাওয়া নেতারা বিএনপির ক্ষ’তি করেছেন। জালিয়াত, ঠগ ও শিক্ষিত এই নেতাদের হাত থেকে মুক্ত হতে না পারলে কোনোদিনই বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনীতিতে সিদ্ধান্তহীনতা, এক হাত এগিয়ে আবার দুই হাত পিছিয়ে যাওয়া যেন বিএনপির নিত্যসঙ্গী।

তারা বলেন, প্রেসব্রিফিং, মানববন্ধন, সরকারের সমালোচনা ও বিভিন্ন মহলে অভিযোগ দেয়াই এখন বিএনপি নেতাদের মূল রাজনীতি। গত ৫ বছরের বেশি সময় ধরে দল ঢেলে সাজানো বা দল গোছানোর নামে কমিটি গঠনেই দলীয় কর্মকাণ্ড সীমাবদ্ধ রয়েছে। এই দল গোছানো এবং সাজানোর প্রক্রিয়ায় বছরের পর বছর জুড়েই ব্যস্ত থাকতে দেখা যায় নেতাদের।

বিএনপির একটি অংশ বলছে, বিশেষ একটি মহলের সঙ্গে কারসাজি করে বিএনপিকে দল গঠন প্রক্রিয়ায় আটকে রেখেছে সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত দালাল সিন্ডিকেট। সারা দেশের নেতাকর্মীরা মামলার কারণে দৌড়ের ওপর থাকলেও কেন্দ্রীয় নেতাদের মামলাগুলো থেমে আছে। আদালতে দৌড়াতে হয় না তাদের। নিশ্চয় এর পেছনে কোনো রহস্য আছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্যমতে, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন থেকে শুরু করে সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনসহ জাতীয় বিভিন্ন ইস্যুতে বিএনপিকে কৌশলে ব্যর্থতার মুখে ফেলে দিয়েছে দলটির একটি দালাল চক্র।

তারা বলেন, বিশেষ একটি মহলের সঙ্গে আঁতাত করে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দলকে শক্তিশালী করার প্রক্রিয়াকে ব্যাহত করছেন মির্জা ফখরুল-রিজভীদের মতো কিছু সুবিধাভোগী নেতা।

শুধু আলোচনা-বিবৃতি, মানববন্ধন করে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে কৌশলে দাবিয়ে রাখা হচ্ছে। দিন শেষে প্র’তারিত হচ্ছেন খালেদা জিয়া ও তার দল। মুখে খালেদার মুক্তি চাইলেও বিএনপির সুবিধাবাদীদের অন্তরের কথা ভিন্ন। এই চক্রের কারণে তৃণমূলেও অসাড় হয়ে পড়েছে বিএনপির রাজনীতি। নিউজব্যাংক।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!