তারেক-রিজভীর পদত্যাগ চাওয়ায় বিএনপির ১৪ নেতা বহিষ্কার!

0

বিশেষ প্রতিবেদন:

বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পদত্যাগ চাওয়ার কারণে গত ১ মাস ২২ দিনে ১৪ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সেই সাথে এই নেতাদের আত্মপক্ষ সমর্থন বা কোনো ব্যাখ্যা দেয়ারও সুযোগ দেয়া হয়নি। এমনকি বহিষ্কারের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণও দেয়নি দলটি।

তবে বিএনপির বিভিন্ন দায়িত্বশীল সূত্র বলছে, মূলত তারেক রহমান ও রুহুল কবির রিজভীর পদত্যাগ চাওয়ার কারণে বহিষ্কার করা হয়েছে ১৪ জন বিএনপি নেতাকে। নেতৃত্ব পরিবর্তনের দাবি তোলায় কথিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে পরিবর্তন চাওয়া নেতাদের যৌক্তিক দাবিকে উ’স্কানিমূলক বলে চালিয়ে দিচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলছেন ভিন্ন কথা।

মওদুদ আহমেদ বলেন, ইদানীং কিছু নেতা বিএনপির নেতৃত্বে পরিবর্তন চাচ্ছেন। তারা চাইছেন না বিএনপির নেতৃত্বে তারেক রহমান এবং রুহুল কবির রিজভী থাকুক। তবে এই অভিযোগে কিন্তু কাউকে বহিষ্কার করা হয়নি। যে ১৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে তারা সবাই দলের শৃঙ্খলা ভেঙেছেন।

আর কেউ যদি দলের সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের যুগ্ম মহাসচিবের পরিবর্তন চায়, সে কখনোই বিএনপির সমর্থক হতে পারে না। এটাও মাথায় রাখতে হবে।

উল্লেখ্য, গত সোমবার ৮ মার্চ গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মির্জা আল মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করছে।

বহিষ্কারের বিষয়ে কথা হয় মির্জা আল মাহমুদের সঙ্গে। তিনি বলেন, গণতন্ত্র চাই- এটাই আমার অপরাধ। অন্য কোনো অপরাধ নেই। আর আমাকে বহিষ্কারের কোনো ব্যাখ্যা দেওয়ারও সুযোগ দেয়া হয়নি। এরপরও আমি স্বতন্ত্র থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভোট করবো।

গত ১১ ফেব্রুয়ারি একই অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ফারুক এবং জাতীয়তাবাদী তাঁতী দল সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি রফিকুল আলম বাবুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এদিকে ৮ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌরসভার বিএনপি নেতা মো. রেজাউল করিম সরদারকেও দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নিউজব্যাংক।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!