কঠোর অবস্থানে শেখ হাসিনা

0

বিশেষ প্রতিবেদন:

দল এবং সরকার নিয়ে কঠোর হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনে গতি আনতে এবং কাজের গতি বাড়াতে যেমন সরকারের ভেতরে তিনি কঠোর সর্তকবার্তা দিচ্ছেন, ঠিক তেমনি আওয়ামী লীগের ভেতর নানা বি’শৃঙ্খলা বন্ধেও শেখ হাসিনা কঠোর হচ্ছেন।

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পর শেখ হাসিনার কিছু কঠোর সিদ্ধান্ত দৃশ্যমান হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

যে সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান দৃশ্যমান হতে পারে, সেগুলো হলো:

১. সরকারের কাজের গতি বৃদ্ধি: গত এক বছরে করোনার কারণে কয়েকটি মন্ত্রণালয়ের কাজের গতি শ্লথ হয়ে পড়েছে। প্রকল্প বাস্তবায়নে ধীরগতি হচ্ছে। এ ব্যাপারে অন্তত দুটি একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী অ’সন্তোষ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান দেখা যাবে বলে জানা গেছে। বিশেষ করে যাদের কারণে প্রকল্পের নকশা পরিবর্তন হচ্ছে, প্রকল্পের কাজে শৈথিল্য হচ্ছে, তাদের বিরু’দ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

২. দুর্নীতির বিরু’দ্ধে আরো কঠোর অবস্থান: দুদকে নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন। একজন সৎ কর্মকর্তা হিসেবে মঈনউদ্দিন আবদুল্লাহর আলাদা সুনাম রয়েছে। এজন্যই প্রধানমন্ত্রী তাকে বেছে নিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরু’দ্ধে আরো কঠোর অবস্থানে যাচ্ছেন এই নিয়োগের মধ্যে দিয়ে তা প্রমাণ হয়েছে।

৩. সরকারের ভেতরে অপশক্তিকে চিহ্নিত করা: টানা ১২ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। সরকারের ভেতরে বিএনপি-জামায়াতপন্থীদের তৎপরতা বেড়েছে। এরকম বেশ কিছু ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এদের বিরু’দ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

৪. দলের শুদ্ধি অভিযান: নতুন করে আওয়ামী লীগে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের কারণে শুদ্ধি অভিযান কার্যক্রম কিছুটা থমকে গেছে। তবে খুব শীঘ্রই আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

৫. বিদ্রোহী প্রার্থীদের বিরু’দ্ধে ব্যবস্থা: স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিল, অবশেষে তাদের বিরু’দ্ধেও কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পরবর্তী কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে। বাংলাইনসাইডার।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!