বাংলাদেশের রাজনীতিতে ভাইয়ে-ভাইয়ে দ্বৈরথ

0

বিশেষ প্রতিবেদন:

বাংলাদেশের রাজনীতিতে ভাইয়ে-ভাইয়ে দ্বৈরথের ঘটনা খুব বেশি নয়। তবে সাম্প্রতিক সময়ে ওবায়দুল কাদেরের সঙ্গে তার ছোটভাই কাদের মির্জা রাজনৈতিক বিরোধ অন্যতম আলোচনা এবং চর্চার বিষয়।

রাজনীতিতে ভাই-ভাই সহমর্মিতা, সহযোগিতা করে পরস্পরকে বিকশিত করে। যেমন নূর-ই-আলম চৌধুরী এবং তার ছোটভাই নিক্সন চৌধুরী। দুজনই এমপি এবং তাদের কোন বিরোধ নেই। এমন আন্তরিকতার গল্প অনেক।

সাম্প্রতিক সময়ে ওবায়দুল কাদের এবং কাদের মির্জার এ বিরোধের প্রেক্ষিতে খুঁজে দেখার চেষ্টা করা হয়েছে রাজনৈতিকদের এরকম ভাই-ভাই বিরোধের আলোচিত ঘটনাগুলো। এর মধ্যে রয়েছে-

মইনুল-মনজুর বিরোধ: ব্যারিস্টার মইনুল হোসেন এবং তার ছোট ভাই আনোয়ার হোসেন মঞ্জু। দুজনই সংসদ সদস্য ছিলেন। দুজনই বঙ্গবন্ধুর আস্থাভাজন ও ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান। মানিক মিয়ার সন্তান হিসেবে আওয়ামী লীগের সঙ্গে তাদের দুজনেরই একরকম ঘনিষ্ঠতা ছিল। কিন্তু দুই ভাই দুই মেরুতে বসবাস করেন। তাদের বিরোধ এমন পর্যায়ে পৌঁছে যায় যে, শেষ পর্যন্ত ইত্তেফাকসহ তাদের সম্পত্তিও ভাগ বাটোয়ারা করতে হয়।

দুই ভাইয়ের মুখ দেখাদেখিও বন্ধ এবং একে অন্যের কঠোর সমালোচক। ব্যারিস্টার মইনুল ১৯৭৫ সালে সংবিধানের ৪র্থ সংশোধনীর তীব্র বিরোধিতা করেন এবং পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি বেইমান মোশতাকের সাথে ভিড়েন। আর আনোয়ার হোসেন মঞ্জু আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি জাপার মন্ত্রী হন। পরবর্তীতে তিনি মূল ধারার জাপা থেকে বেরিয়ে নিজের অংশটি আলাদা করে একটি ছোট্ট শাখা খোলেন।

যখনই ব্যারিস্টার মইনুল ক্ষমতাবান হন, তখন তিনি ছোট ভাইয়ের ওপর চড়াও হতে কার্পণ্য করেন না। যার প্রমাণ ওয়ান ইলেভেন। সেই সময়ে ব্যারিস্টার মইনুল উপদেষ্টার দায়িত্ব পান। সে সময় তার ছোটভাই সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। দুই ভাইয়ের মধ্যে ব্যবসায়িক বিরোধ প্রকাশ্য বিষয়।

সাকা চৌধুরী-গিয়াস কাদের চৌধুরী: যু’দ্ধাপরাধের দায়ে ফাঁ’সিপ্রাপ্ত রাজাকার সাকাচৌর ছোট ভাই গিকাচৌ। দুই ভাই বিএনপির রাজনীতি করতেন। আপাতদৃষ্টিতে গিকা বড় ভাই সাকার অনুগত থাকলেও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধের কথা প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হতো। অবশ্য সাকার মৃ’ত্যুর পর গিকাও এখন রাজনীতিতে তেমন আলোচিত নন। দুই পরিবারের সন্তানরাই বিপুল অর্থ দেশের বাইরে পাচা’র করে সেখানেই অবস্থান নিয়েছে।

মির্জা ফখরুল-মির্জা ফয়সাল আমিন: বিএনপির মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও পৌরসভা মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। দুই ভাইয়ের মধ্যেও সম্পর্কের টানাপোড়নের খবর পাওয়া যায়। মির্জা ফয়সাল বিএনপির রাজনীতি নিয়ে সরকারের প্রকল্পের প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের তিনি একজন বড় ভক্ত। আর অন্যদিকে মির্জা ফখরুল সরকারের কঠোর সমালোচক। তবে দুই ভাইয়ের বিরোধ তাদের পরিবারের গণ্ডির বাইরে রাজনীতির গণ্ডিতে খুব একটা দেখা যায় না।

সম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিরোধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার ছোটভাইয়ের। দুই ভাইয়ের কারণে আওয়ামী লীগের অস্থির হয়ে উঠেছে। তাদের বিরোধের কারণে আওয়ামী লীগের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যায়। বাংলাইনসাইডার।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!