মন্ত্রীর টিকা গ্রহণ নিয়ে গুজবের পেছনে বিএনপি-জামায়াত-বামেরা

0

সময় এখন ডেস্ক:

সরকারের ক্রমাগত উন্নয়নের ধারাকে প্রশ্নবিদ্ধ করতে মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি-জামায়াত-বাম চক্র।

করোনার টিকা আমদানির শুরু থেকে সরকারকে বিব্রত করতে বিএনপি-জামায়াত-বামেরা উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় এবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের টিকা গ্রহণ নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে সম্মিলিত গুজব সেল।

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর টিকা গ্রহণের একটি ”ডেমো” ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে অনলাইনে-অফলাইনে গুজব প্রচার শুরু করেছে বিএনপি-জামায়াত-বাম চক্র।

তবে এ বিষয়ে মন্ত্রী গণমাধ্যমকে বলেন, তিনি করোনার টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর গণমাধ্যমের অনুরোধেই সংবাদ প্রচারের জন্য নতুন করে টিকা নেওয়ার জন্য ফটোসেশন করতে হয়েছে তাকে।

শনিবার (১৩ মার্চ) দুপুরে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে এ কথা বলেন। এদিন সকাল থেকেই ফেসবুকে মন্ত্রীর টিকা নেওয়ার ভান করার ওই ভিডিও ছড়িয়ে পড়ে।

তথ্যসূত্র বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ওই সময়ের টিকা গ্রহণের ফুটেজ ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যম প্রচারিত হয়েছে। যেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে টিকা নিতে দেখা গেছে। অথচ একটি গণমাধ্যমের বিশেষ অনুরোধে নতুন করে টিকা নেওয়ার ‘ডেমো’ ফুটেজ সংগ্রহ করে বিএনপি-জামায়াত-বাম এর গুজব সেল শুরু করেছে অপপ্রচার ও নানান প্রোপাগান্ডা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানুষের মাঝে আত’ঙ্ক সৃষ্টির জন্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর টিকা গ্রহণের বিষয়টিকে চটকদারভাবে উপস্থাপন করছে বিএনপি-জামায়াত-বাম চক্র। মূলত তাদের উদ্দেশ্য সরকারকে বিব্রত করা। টিকা নিয়ে মানুষকে বিভ্রা’ন্ত করাই এই গুজব সেলের মূল কাজ।

ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে জানতে চাইলে আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ১৭ ফেব্রুয়ারি আমি টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর সচিবের সঙ্গে আমরা যখন বাইরের দিকে যাচ্ছি, ওই সময় একটি চ্যানেলের সাংবাদিক এসে বলেন, তারা ফুটেজ পাননি। ওই সাংবাদিক অনুরোধ করেন, আমি যেন আবার একটু টিকা নেওয়ার ‘ডেমো’ করি। মূলত তার অনুরোধেই আবার একটু টিকা নেওয়ার ডেমো করতে হয়েছে।

আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, আমার টিকা নেওয়ার ফুটেজ বিটিভিসহ সকল প্রতিষ্ঠিত গণমাধ্যমের কাছে রয়েছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে আমি টিকা নিইনি, আমি ওই ফুটেজ দেখাতে পারবো।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় ক্লিনিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সচিব তপন কান্তি ঘোষ টিকা নিয়েছেন বলে জানিয়েছিল মন্ত্রণালয়। সব গণমাধ্যমেই সে খবর প্রকাশ পেয়েছিল।

তবে শনিবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ ও স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নানের সঙ্গে সংসদ সচিবালয় ক্লিনিকের কোভিড টিকা প্রয়োগ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন আ ক ম মোজাম্মেল হক।

কিছুক্ষণ পর তারা একটি রুমে প্রবেশ করেন। এ সময় মন্ত্রী চেয়ারে বসলে একজন নার্স একটি সিরিঞ্জ নিয়ে তার বাম হাতে টিকা প্রয়োগের অভিনয় করেন। এ সময় হাসিমুখে চেয়ারে বসেছিলেন মন্ত্রী। পরে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গ কথা বলেন তিনি।

মন্ত্রী বলছেন, এই অভিনয়টুকু করলেও এর আগেই টিকা নিয়েছেন তিনি। গণমাধ্যমের অনুরোধ ফেলতে না পেরেই তিনি এই অভিনয় করেছেন।

যোগাযোগ করলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষও জানান, মন্ত্রী টিকা নিয়েছেন। তিনি বলেন, সেদিন আমরা দু’জনেই টিকা নিয়েছি। মন্ত্রী আমার আগেই টিকা নিয়েছেন। উনি নেওয়ার পর আমি নিয়েছি। পরে ডেমো বা অন্য কিছু হয়েছে কি না, সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

এদিকে, ওই সময়ে ধারণ করা আরেক ফুটেজে দেখা যায়, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক টিকা নিচ্ছিলেন। এ সময় তিনি মাস্ক পরিহিত ছিলেন। তবে ফেসবুকে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে টিকা নেওয়ার ‘ডেমো’ দেখানোর সময় মন্ত্রীর মুখে মাস্ক দেখা যায়নি।

এ বিষয়ে জানতে ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য সচিব ও সচিবালয় ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও মন্ত্রীর টিকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!