সময় এখন ডেস্ক:
লক্ষ্মীপুর উপ-নির্বাচনে আজ আওয়ামী লীগ তাঁর প্রার্থীর নাম ঘোষণা করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নের দৌড়ে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী ছিলেন।
মনোনয়নের জন্য মোট প্রার্থী ছিলেন ১৯ জন। এরমধ্যে কেন্দ্রীয় যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, ১৯৯৬ সালের এমপি হারুনুর রশীদ ছিলেন, স্বাচিপ নেতা অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল। তিনি এসেনশিয়াল ড্রাগসের এমডিও বটে। কিন্তু তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে মনোনয়ন দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৃণমূলের নেতা। লক্ষ্মীপুরের রাজনীতিতে তিনি একজন পরীক্ষিত ব্যক্তি। বিভিন্ন আন্দোলন, সংগ্রামের মধ্যদিয়ে বেড়ে ওঠা। তিনি মনোনয়ন লাভের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি একটা বার্তা সুস্পষ্ট করে দিলেন। তা হলো, তৃণমূলের প্রতি তিনি আস্থাশীল।
এর আগেও চট্টগ্রাম সিটি নির্বাচনে এবং পাবনার উপ-নির্বাচনে তিনি তৃণমূলের উপর আস্থা রেখেছিলেন। যারা দুঃসময়ে ত্যাগ, পরিশ্রম করেছে এবং দলের জন্য কাজ করেছে তাদের তিনি এখন সামনে নিয়ে আসছেন। এটি এই বার্তাটি তিনি সাম্প্রতিক সময়ে বেশ জোরেশোরেই দিচ্ছেন।
সর্বশেষ লক্ষ্মীপুর-২ আসনে নুরউদ্দিন চৌধুরী নয়নের মনোনয়নের মধ্যদিয়ে এই বার্তা আরো স্পষ্ট হলো। আওয়ামী লীগের সভাপতি বিভিন্ন সময় দলে অনু-প্রবেশকারী, হাইব্রিডদের বিরু’দ্ধে কথা বলছেন। দলের ত্যাগী এবং পরীক্ষিতদের জায়গা করে দেওয়ার কথা বলছেন। আর সেই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর-২ আসন আরেকটি উদাহরণ তৈরি করল।
একটা সময় ছিল যখন আওয়ামী লীগকে অস্তিত্ব রক্ষার জন্য অনেক আপোস করতে হতো। বিভিন্ন ব্যবসায়ী, শিল্পপতি, সাবেক আমলাদের মনোনয়ন দিতে হতো। কিন্তু সেই জায়গা থেকে আওয়ামী লীগ ধীরে ধীরে অবস্থার পরিবর্তন করছে।
গত একবছরে তার ইঙ্গিত দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। সেই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর-২ আসনে একজন তৃণমূল নেতাকে মনোনয়ন দেয়ার মাধ্যমে শেখ হাসিনার আরেকবার প্রমাণ করলেন তৃণমূলের প্রতি তার আস্থা।
368