বিশেষ প্রতিবেদন:
‘সুখ-দুঃখের আলাপ’ করতে প্রায়ই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে তিনি করোনা পরীক্ষার রিপোর্ট পেয়েছেন। যেখানে বলা হয়েছে, তিনি করোনা পজেটিভ। এ খবর শোনার পর থেকেই আত’ঙ্কে রয়েছেন দলীয় নেত্রী খালেদা।
নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, সেলিমা রহমানের করোনার খবর শুনেই বিচলিত হয়ে পড়েছেন খালেদা। তিনি ফিরোজা’র নিরাপত্তা প্রহরীদের সাফ জানিয়ে দিয়েছেন, কোনভাবেই যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন। যদি কেউ ভুলেও বাসার ভেতরে ঢোকে, তবে তার চাকরি থাকবে না।
নিরাপত্তা প্রহরীরাও তাই নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আর বাসার আশেপাশে কেউ এলেই তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন।
খালেদার পারিবারের দাবি, মুক্তির পর বিভিন্ন সময় খালেদার গুলশানের বাসবভন ফিরোজায় দেখা-সাক্ষাৎ করতে আসতেন সেলিমা রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা। নেত্রীও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে তাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে খোশগল্প করতেন। আবেগপ্রবণ হয়ে গেলে সেলিমাকে জড়িয়েও ধরতেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে তাই সেলিমার নমুনা পরীক্ষার রিপোর্ট ‘পজেটিভ’ আসার পর থেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন খালেদা। তার ধারণা, সেলিমার মাধ্যমে তার শরীরেও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যক্তিগত চিকিৎসরা প্রাথমিক পরীক্ষা করার পর মত দেবেন খালেদা জিয়ার করোনা পরীক্ষা করাতে হবে কি না।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসার জন্য সেলিমা রহমানকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থা কেমন সেটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কারণ, চিকিৎসক খোলাসা করে কিছু বলছে না। সবাই তার জন্য দোয়া করবেন।
এ বিষয়ে রাজনৈতিক বিজ্ঞজনরা বলছেন, সরকারের মহানুভবতায় বিশেষ শর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি কথা রাখেননি। বরং শর্ত ভঙ্গ করে সৌজন্য সাক্ষাতের নামে বিভিন্ন সময় রাজনৈতিক বৈঠক করেছেন।
যেখানে সেলিমা রহমানও আসতেন। এখন তাই তার করোনা পজেটিভের খবর শুনে বিএনপি নেত্রীর ঘুম হারাম। তারও যে করোনা হয়নি, তার কী গ্যারান্টি!