সারা দুনিয়ার রোহিঙ্গাদের পুনর্বাসনের ঠিকা নেইনি: পররাষ্ট্রমন্ত্রী

0

কূটনৈতিক ডেস্ক:

সারা দুনিয়ায় সমস্যায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনে কন্ট্রাক্ট নেইনি। আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমা থেকে অনেক দূরে ছিল। তাদের নৌকা মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত থেকে অনেক কাছে। তাহলে এই দায় আমরা কেন নেবো?

শনিবার (১৩ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা বলেন।

তিনি বলেন, যখনই সাগরে ভাসা রোহিঙ্গাদের পাওয়া যায়, তখনই তাদের কাছে ইউএনএইচসিআর-এর কার্ড পাওয়া যায়। তাদের কার্ড নিয়ে কেন রোহিঙ্গারা চলে যায়, সেট আপনারা ইউএনএইচসিরআরকে জিজ্ঞাসা করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে অনেক দেশের রাষ্ট্রপ্রধান আসবেন। অনেক চুক্তি সই হবে। ভারতের সঙ্গেও আমাদের অনেক চুক্তি সই হবে।

তিনি আরো বলেন, করোনা বেড়ে যাওয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠান আমরা সতকর্তার সঙ্গে করতে চাই। সে কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়াকান্দিতে বড় ধরনের সমাবেশের কথা থাকলেও সেখানে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

‘ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ’

বসুরহাট পৌরসভার মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাদের মির্জা এবার তার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

শনিবার (১৩ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া ওই বার্তায় কাদের মির্জা লিখেছেন, ‘ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। -আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’

আবদুল কাদের মির্জার ফেসবুক বার্তায়, দু’টি ছবি পোস্ট করতে দেখা গেছে। এর মধ্যে একটি ছবিতে কাদের মির্জা ও ওবায়দুল কাদেরের হাস্যোজ্জ্বল আলিঙ্গন এবং অন্যটি গ্রুপ ছবি।

উল্লেখ্য, নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ৪র্থ বারের মতো মেয়র পদে নির্বাচিত হয়েছেন আবদুল কাদের মির্জা। মেয়র নির্বাচন হওয়ার আগে থেকেই তিনি দেশের রাজনীতি নিয়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় উঠে আসেন।

সর্বশেষ কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘ’র্ষে এক সিএনজিচালক নিহ’তের ঘটনায় কাদের মির্জাকে আসামি করে মামলা করা নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!