কাদের মির্জার পরিণতি কী?

0

বিশেষ প্রতিবেদন:

রাজনীতির মাঠে হঠাৎ আলোচিত নাম কাদের মির্জা। বসুরহাট পৌরসভার এই মেয়রের পরিণতি কী? এটাই এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়।

কাদের মির্জাই কি নোয়াখালীতে আওয়ামী লীগের প্রধান নেতায় পরিণত হবেন? দীর্ঘ আড়াই মাসের টালমাটাল নোয়াখালীর রাজনৈতিক পরিস্থিতি কি কাদের মির্জার রাজনৈতিক ভবিষ্যৎ অ’নিশ্চিত করে তুলবে? নাকি এখানেই শেষ হবে কাদের মির্জার অধ্যায়- এসব প্রশ্নের উত্তর নিয়ে রাজনীতির মাঠে নানামুখী আলোচনা।

কাদের মির্জার বিরু’দ্ধে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে। কিন্তু এসব মামলার পরও এখনও তিনি গ্রেপ্তার হননি। কাদের মির্জা তার ঘনিষ্ঠদের কাছে দাবি করেছেন, তার ব্যাপারে আওয়ামী লীগের হাইকমান্ডের আর্শীবাদ রয়েছে।

তবে আওয়ামী লীগের হাইকমান্ড বলতে কাদের মির্জা কাকে বুঝিয়েছেন তা অস্পষ্ট। কারণ, কাদের মির্জার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আর্শীবাদ নেই তার ওপর। বরং ওবায়দুল কাদের নানা কারণেই কাদের মির্জার ওপর বিরক্ত এবং ক্ষুদ্ধ।

শুধু নোয়াখালী নয়, সারাদেশেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, কাদের মির্জার খুঁটির জোর কোথায়? কার আর্শীবাদে তিনি তার ভাইয়ের প্রতিপক্ষ হলেন? আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে, তাদের মতে, কয়েকটি কারণে কাদের মির্জা বেসামাল হতে পারেন।

যেমন, রাজনীতিতে কিছু না পাওয়ার হতাশা থেকে তিনি ক্ষুদ্ধ হয়ে এরকম কথাবার্তা বলছেন। একরামুল করিম চৌধুরীর এলাকায় কর্তৃত্ব ক্রমশ তার (কাদের মির্জার) এলাকায় কোণঠাসা হওয়া এবং ভবিষ্যতে ওবায়দুল কাদেরের স্ত্রীর এমপি হবার সম্ভাবনা থেকে হয়তো কাদের মির্জার মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এজন্য বসুরহাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে তিনি তার ক্ষোভ ঝেড়েছেন।

কেউ কেউ অবশ্য মনে করেন, কোনো হতাশা থেকে নয় বরং সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে, উপর মহলের নির্দেশে তিনি এই নাটক করেছেন। কিন্তু যে কারণেই তিনি এটা করেন না কেন, তার উত্তাপ-উত্তে’জনা বাড়াবাড়ি হয়ে গেছে। এতে দুটি নিরীহ প্রাণ গেছে। শুধু নোয়াখালীর রাজনীতি নয়, সারাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়েছে।

আর এর ফলে মির্জার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ফলে কাদের মির্জার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় যদি শেষ পর্যন্ত তাকে জেলে যেতে হয়, তাহলে হয়তো নোয়াখালীর রাজনীতিতে কাদের মির্জা অধ্যায়ের পরিসমাপ্তি হবে।

আর যদি শেষ পর্যন্ত দেখা যায় কাদের মির্জাই সঠিক, তখন হয়তো তার নতুন রাজনৈতিক উত্থান ঘটবে। জাতীয় রাজনীতিতেও কাদের মির্জার আর্বিভাব ঘটতে পারে। বাংলাইনসাইডার।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!