দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না: তথ্যমন্ত্রী

0

সময় এখন ডেস্ক:

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একটি পক্ষ দেশকে পেছনের দিকে টেনে ধরার চেষ্টা করছে। আমি মনে করি, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

রোববার (১৩ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত ঐক্যে থাকলে সেই ঐক্য প্রক্রিয়ায় থাকবেন না- সম্প্রতি ড. কামালের এমন বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক ভুল স্বীকার করায় আমি তাদের ধন্যবাদ জানাই। তারা এতোদিনে তাদের ভুল বুঝতে পেরেছেন। তারা (ঐক্যফ্রন্ট) বলেছেন, তাদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবে না। এটা তাদের আরেকটি ভুল। আমি আশা করি, তারা এই ভুল থেকে বের হয়ে আসবেন এবং শপথ নিয়ে সংসদে যোগ দেবেন।

তিনি বলেন, আমরা সব ধরণের সমালোচনাকে সমাদর করি। আমি যখন পরিবেশমন্ত্রী ছিলাম তখন আমার মন্ত্রণালয় নিয়ে ডেইলি স্টার অনেক সমালোচনা করেছে। এমনকি মন্ত্রীর কার্টুন ছাপিয়েছে। কিন্তু আমরা তাদের পরিবেশ পদক দিয়েছি। অনেক সমালোচনার পরও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপাকেও পরিবেশ পদক দিয়েছি।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, সমালোচনা পথচলাকে শানিত করে। তবে অন্ধ আর একপেশে সামালোচনা কল্যাণকর হয় না। সমালোচনাকে সমাদর করার সংস্কৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন। শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। দেশের গ্রামগুলো এখন শহরের ছোঁয়া পেয়েছে। এবার আওয়ামী লীগ প্রধান দেশের গ্রামগুলোকে শহরে পরিণত করার অঙ্গীকার করেছেন।

তিনি আরও বলেন, কোনো দেশকে এগিয়ে নিতে হলে সম্বিলিত প্রচেষ্টার দরকার হয়। ফলে আমাদের সম্বিলিত প্রচেষ্টার সঙ্গে গণমাধ্যমের দায়িত্বও অনেক বেশি।

গণমাধ্যমের সহযোগিতায় সমৃদ্ধ দেশ গড়তে চান ড. হাছান মাহমুদ

সচিবালয়ে দায়িত্ব নিয়ে নিজ দপ্তরে আলাপকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‌‘উন্নত সমৃদ্ধ দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। যে ভিশন নিয়ে আমরা আগাচ্ছি, শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করবো। আর সেজন্য গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সময়ে গণমাধ্যমের বিকাশ ঘটেছে। এছাড়া টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে শেখ হাসিনা সময়েই। তবে আমরা জানি, অনেক ভুয়া অনলাইন কিছু উল্টা-পাল্টা তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। অনেকের চরিত্র হননের চেষ্টা করছে তারা। আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা নিয়ে এগুলো মোকাবিলা করবো।’

শেয়ার করুন !
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!