বিশেষ প্রতিবেদন:
বিএনপির শীর্ষ নেতাদের অলসতাই দলের অগ্রযাত্রা আর আন্দোলনে সফলতা চূড়ান্তভাবে আটকে রেখেছে বলে জানিয়েছেন অতীতে বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের ব্যানারে জোট করা নেতা কাদের সিদ্দিকী। গতকাল রাজধানীর মতিঝিলে অবস্থিত নিজ কার্যালয়ে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় কাদের সিদ্দিকী বলেন, বিএনপি বারবার নির্বাচনে হারছে তাদের শীর্ষ নেতাদের অব’হেলা আর খামখেয়ালির জন্য। বিএনপি মূলত একটি ব্যবসায়িক দলে পরিণত হয়েছে। নেতারা দলের চাইতে ব্যবসায়ে মনোযোগী এখন। তাদের সামনে কোনো লক্ষ্য নেই।
কাদের সিদ্দিকী আরো বলেন, বিএনপির সকল স্তরের নেতাদের মধ্যে চরম অ’সততা রয়েছে। দলটি বাংলাদেশের মানুষের জন্য এখন অভিশাপের সংগঠনে পরিণত হয়েছে। তাদের শীর্ষ নেতাদের মধ্যে মনোনয়ন বাণিজ্যের প্রভাব স্পষ্ট। লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশনায় এই অসৎ নেতারা দল চালান কর্মীদের পকেটের টাকা দিয়ে।
ন্যূনতম আদর্শ বলতে দলটির কিছু অবশিষ্ট নেই। প্রায় ২ বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে মির্জা ফখরুল বাদে অন্যরা গণতন্ত্র ও ভোটের অধিকারের সংগ্রামের সঙ্গে বেইমানি করেননি। তারা শপথ গ্রহণ করে দেশে গণতন্ত্রকে সুসংহত রাখার চেষ্টা করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি।
শ্রমিক জনতা লীগের প্রধান আরো বলেন, এখনও যে দেশে বিএনপির মতো স্বৈ’রাচারী দল রয়েছে তাদের বিরু’দ্ধে ঐক্যবদ্ধ সাধারণ গণতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তনের আন্দোলন অবশ্যই এগিয়ে নিতে হবে।
ইতিহাসের নিয়মে নেতৃত্বের জন্যই বিএনপি একদিন ধ্বং’স হয়ে যাবে। যে দল তারেক রহমানের মতো দেশবিরোধীকে পৃষ্ঠপোষকতা দেয় সেই দল ধ্বং’স হবেই এটা নিশ্চিতভাবে বলা যায়। দেশের সুস্থ ধারার রাজনীতির স্বার্থে বিএনপিকে টিকিয়ে রাখতে হবে। কিন্তু সেটা চায় না তারেক। তার কাছে বাণিজ্যই আসল।
শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দলের জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। নিউজব্যাংক।
200