ওই ম্যাজিক ওভারে মিরাজ যা বলেছিলেন মোস্তাফিজকে

0

স্পোর্টস ডেস্ক:

রাজশাহী কিংসের কাছে শেষ ওভারে মোস্তাফিজ জাদুতে ৫ রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। রবিবারের খেরায় শেষ ওভার পর্যন্ত দুলতে থাকা ম্যাচটির ভাগ্য নির্ধারণ করে দেন মোস্তাফিজ। তবে ওভারটি করার আগে মাঠে বসে অধিনায়ক মিরাজ, হাফিজ আর সৌম্য সরকারের সঙ্গে আলোচনা করতে দেখা যায় মোস্তাফিজকে। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে সেই সময়টার ব্যাখা দিলেন অধিনায়ক মিরাজ।

মাশরাফিদের হারানোর দিনে কি জাদুই না দেখালেন মোস্তাফিজ! শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল রংপুরের। দুর্দান্ত মোস্তাফিজ প্রথম বলে রুশোকে ১ রান দিয়ে প্রান্ত বদলালেন। এরপর ফরহাদ রেজাকে স্ট্রাইকে এনে ব্যাটে বলই লাগাতে দিলেন না। পরপর ৩ বলে ফরহাদ রেজাকে স্ট্রাইকে রেখেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন কাটার মাস্টার। দিন শেষে তার এই ম্যাজিকাল ওভারের রেসিপি জানালেন দলের অধিনায়ক মিরাজ।

সংবাদ-সম্মেলনে শেষ ওভারের আগমুহূর্তের ব্যাখ্যায় মিরাজ বলেন, ‘মোস্তাফিজকে আমি একটা কথাই বলার চেষ্টা করেছি, আমার কথা, সৌম্য সরকার ভাইয়ের কথা কিংবা হাফিজ ভাইয়ের কথাও শোনার দরকার নেই! ও যদি নিজের পরিকল্পনায় ভালো বোলিং করে তবে ভালো করবে। ৩ জনের কথা যখন মাথায় নেবে নিজেরটা করতে পারবে না।’

মিরাজ সঙ্গে যোগ করেন, ‘মোস্তাফিজকে বলেছি, তুই ফিল্ড সেটআপ করে, তোর মতো বোলিং কর। সৌম্য ভাইও একই কথা বলেছে। কিন্তু হাফিজ ভাই বিভিন্ন রকম কথা বলছিলেন। আমি আর সৌম্য ভাই বলছিলাম, তুই তোর মতো কর। আমরা ওকে ওর মতো বোলিং করতে সহায়তা করেছি। এ কারণে ম্যাচটা জিততে পেরেছি। জানি, মোস্তাফিজ কী ধরনের বোলার আর কী ধরনের মানুষ।’

দিনশেষে চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে জয়টা অনুপ্রাণিত করবে বলে মনে করেন রাজশাহী অধিনায়ক মিরাজ। তার কথায়, ‘রংপুর চ্যাম্পিয়ন টিম। ওদের হারাতে পেরে দলের সবার ভালো লাগে। অন্যরকম অনুভূতি কাজ করে। আর ভালো দলকে হারাতে পারলে ভালোই লাগে। আমাদের দলের সবাই তরুণ। তরুণেরা ভালো করতে পারলে জেতা সহজ হয়ে যাবে। বড় ভাইদের সঙ্গে খেললাম ভালোই লাগল। দেখুন, মাশরাফি ভাইরা হেরে গেলেও সবাই সমর্থন দিয়েছে যে আমরা ভালো করেছি। খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও খেলা শেষে আমরা আমরাই।’

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!