স্কুলে ১১ লাখ টাকায় নিয়োগ পেলেন জামায়াত নেতা!

0

যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছার পুড়াপাড়া কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে নানা অ’নিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মোটা অংকের অর্থের বিনিময়ে জামায়াত নেতাকে নিয়োগ দেয়া হয়েছে এমন খবরে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, উপজেলার কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন খালি রয়েছে। শূন্যপদ পুরনে কর্তৃপক্ষ গত বছরের ২৩ সেপ্টেম্বর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজর আলী, আন্দুলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা মোস্তফিজুর রহমান, বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমান, মহেশপুর গালর্স স্কুলের সহকারী শিক্ষক মনিরুল ইসলামসহ ৬ জন আবেদনপত্র জমা দেয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১৬ মার্চ যশোরে সরকারী মমিন গার্লস স্কুলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উল্লেখিত ৬ জন প্রার্থীই অংশ নেন।

অভিযোগ উঠেছে, নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় ৬ মাস আগেই কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান ও প্রধান শিক্ষক তবিবর রহমান মিলে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজর আলীকে নিয়োগ দেয়ার নামে ৫ লাখ হাতিয়ে নেয়।

অথচ নিয়োগ পরীক্ষার পরে তাকে নিয়োগ না দিয়ে আন্দুলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে বলে জোর আলোচনা শুরু হয়েছে। এই প্রার্থীর নিকট থেকে স্কুল কর্তৃপক্ষ ১১ লাখ টাকা অর্থ বাণিজ্য করে তার নিয়োগ চুড়ান্ত করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফজের আলী জানান, তার চাকুরী হচ্ছে না এমন খবরে তিনি কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেন। তারা সমসুদয় টাকা ফেরত দিবেন বলে তাকে আশ্বাস দিয়েছেন।

সূত্র জানায়, আন্দুলিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক মোস্তাফিজুর রহমান তার আবেদনের সাথে সংশ্লিষ্ঠ মাদরাসার যে ছাড়পত্র সংযুক্ত করেছেন তা ওই মাদ্রাসার সুপার প্রদান করেননি। তিনি সুপারের স্বাক্ষর জাল করে প্রত্যয়নপত্র আবেদনের সাথে সংযুক্ত করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপার মাওলানা আব্দুল কাদের। এ ছাড়া তিনি মাদ্রাসায় কর্মরত অবস্থায় নানা অ’নিয়মের সাথে জড়িয়ে পড়েন। যার কারণে মাদ্রাসা সুপার তাকে মৌখিকভাবে সতর্ক করেন বলেও জানা গেছে।

এমন একজন বিত’র্কিত ব্যক্তিকে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্যের ঘটনায় যারা জড়িত তদন্তপূর্বক তাদের বিরু’দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ঠদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান বলেন, বেশ কিছুদিন আগে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিএসসি সহকারী শিক্ষক ফজর আলীর কাছ থেকে স্কুলের উন্নয়নের কথা বলে কিছু টাকা নেয়া হয়েছে। শেষমেষ তার নিয়োগ না হলে আমরা টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করবো।

বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান দাবি করেন, আমরা কারও কাছ থেকে কোন টাকা নেইনি। তবে মোস্তাফিজুর রহমানের নিয়োগের ব্যাপারে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা ও মহেশপুর উপজেলার এক জনপ্রতিনিধির সুপারিশ আছে। ফলে আমাদের কিছুই করার নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান বলেন, গত ১৬ মার্চ যশোরে সরকারী মমিন গালর্স স্কুলে কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। কোন নিয়োগ বোর্ড হলে আমরা সেখান উপস্থিত থাকি মাত্র। অর্থ বাণিজ্যের বিষয়ে আমার কিছু জানা নেই। কালেরকণ্ঠ।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!