সময় এখন ডেস্ক:
মৌলবাদীদের দৌরাত্ম্য সম্পর্কে আমাদের জানা আছে। তাদের দ’মনের কৌশলও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বাঙালি জাতির স্থপতি, জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে মৌলবাদীগোষ্ঠীর বিরোধিতা সম্পর্কে তিনি এ কথা বলেন।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাংলাদেশ সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, আমরা মৌলবাদীদের নিয়ে চিন্তা করি না। তারা সংখ্যায় নগণ্য। তাদের দ’মনের কৌশল আমরা জানি। শেখ হাসিনাও এটা জানেন।
ড. মোমেন বলেন, এখানে মতামত প্রকাশের অধিকার সবার আছে। কেউ কেউ তার মতামত জানাচ্ছেন। যাতে তিনি না আসেন। তবে তাকে আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্র। তিনি আসবেন। এতেই আমরা খুশি। দুই-একজন কী বলল, তাতে কিছু আসে যায় না।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে ঢাকা সফরে আসছেন প্রতিবেশী ৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। এরই মধ্যে সফর করে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ; দুই দিনের সফরে ঢাকায় রয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরে আসার কথা ২৬ মার্চ। এবারের সফরে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বাইরেও যাবেন মোদি। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন করবেন সেখানকার ওড়াকান্দি ও সাতক্ষীরায় দুটি মন্দির।
তার এ সফর ঠেকাতে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে মিছিল করেছে ইসলামপন্থি কয়েকটি সংগঠন। একই দাবিতে মিছিল করেছে কয়েকটি বাম সংগঠনও। দুই পক্ষই ভারতীয় সরকারপ্রধানের সফর ঠেকানোর ঘোষণা দিয়েছে।
130