হতাশ নই, ১৪ বছর ধরে সরকারবিরোধীতা করে যাচ্ছি: ফখরুল

0

সময় এখন ডেস্ক:

আমরা কখনো নিরাশ ও হতাশ হইনি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গত ১৪ বছর ধরে এই সরকারের বিরু’দ্ধে ল’ড়াই করে যাচ্ছি। এ সরকারে বিরু’দ্ধে ল’ড়াই করে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়েছি। এবং এই মূল্য আমরা আরো দেব।

গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৪তম মৃ’ত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমাদের অবশ্যই সেই সময় আসবে যখন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। হতাশাই শেষ কথা নয়। হতাশার পরে নিশ্চয়ই নতুন সূর্যোদয় হবে।

তিনি বলেন, আমরা যে এখন সংগঠিত হওয়া শুরু করেছি, এভাবে যদি আমরা সংগঠিত হতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা এই সরকারকে পরাজিত করতে সক্ষম হবো।

আপনার একটা কথা সবসময় মনে রাখবেন, হতাশাই শেষ কথা না। হতাশার পরে নিশ্চয়ই নতুন সূর্যোদয় হবে। আমাদের অবশ্যই সেই সময় আসবে যখন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো।

বিএনপির মহাসচিব বলেন, আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের সকল অর্জন এই সরকার হরণ করে নিয়ে গেছে। প্রতিদিন অবলীলায় মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রা’ন্ত করছে। এতকিছুর পরেও আমরা আমাদের ল’ড়াই চালিয়ে যাচ্ছি।

মামুনুল হকের ওয়াজ মাহফিল বন্ধ করলো পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ।

রবিবার (২১ মার্চ) দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়া (আল-হাসেম একাডেমি) মাদ্রাসা সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

স্বঘোষিত স্বাধীনতাবিরোধী শাইখুল হাদিস আজিজুল হকের পুত্র মামুনুল হক এই মাহফিলে প্রধান অতিথি এবং হাসান জামিল (ঢাকা) বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন। কিন্তু মাহফিলের অনুমতি দেওয়া হলেও উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সেটি স্থগিত করে পুলিশ প্রশাসন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, সুনামগঞ্জের শাল্লার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এইমাত্র ওই মাহফিলের অনুমতি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি বিবেচনা করা হবে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!