‘উস্কানিমূলক বক্তব্যের জন্য মামুনুল হককে গ্রেপ্তার করা দরকার’

0

সময় এখন ডেস্ক:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মামুনুল হক যে ধরনের উ’স্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এজন্য তাকে গ্রেপ্তার করা দরকার। কিন্তু গ্রেপ্তার না করে বরং তাকে ‘অনুরোধ’ করা হচ্ছে তিনি যেন এ ধরনের বক্তব্য না দেন।

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হাম’লা এবং বাংলাদেশে মৌলবাদের বিভিন্ন দিক নিয়ে এসব কথা বলেছেন রাশেদ খান মেনন।

রাশেদ খান মেনন বলেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হাম’লার বিষয়টি খুবই দুঃখজনক। আর এই ঘটনার সঙ্গে যুক্ত হেফাজত। তারা শুধু এখানেই নয়, সারাদেশে ধর্মীয় উ’স্কানি দিয়ে বেড়াচ্ছে। কিন্তু এখন তারা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

মাইকিং করে জনসমাগম ঘটিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িত হাম’লা হলো, তাহলে এই সময়ে মধ্যে তাদেরকে থামানো গেলো না কেন জানতে চাইলে তিনি বলেন, সরকার হেফাজতকে আড়াল করে রাখে। আর এজন্য তারা এ ধরনের কর্মকাণ্ড করার সাহস পায়।

অন্যদিকে প্রশাসনের মধ্যে জামায়াত-হেফাজত আছে। আর এ কারণে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়নি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নিতো, তাহলে এই ঘটনা ঘটতো না। মোট কথা আওয়ামী লীগের কাঁধে উঠে হেফাজত এই ধরনের ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, স্ট্যাটাস দেয়ার জন্য যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে মামুনুল হককে নিয়ে কথা বলেছে এটা কোনো অপরাধ হতে পারে না। মামুনুল হক একজন ব্যক্তি। সুতরাং একজন ব্যক্তিকে সবার পছন্দ নাও হতে পারে। এক্ষেত্রে গ্রেপ্তার যদি করতেই হয় তাহলে মামুনুল হককে গ্রেপ্তার করতে হবে।

তিনি প্রতিনিয়ত ধর্মীয় উ’স্কানি এবং ভারতবিরোধী বক্তব্য দিচ্ছেন। কিন্তু তাকে গ্রেপ্তার না করে যে তার সমালোচনা করেছে তাকে গ্রেপ্তার কথা হলো।

রাশেদ খান মেনন আরও বলেন, ভারত বিরোধীতার নামে অতীতেও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপরে হাম’লা করা হয়েছে এবং সেই ধারা এখনও চলমান। কিন্তু বর্তমানে মামুনুল হক যে ধরনের উ’স্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তার জন্য তাকে গ্রেপ্তার করা দরকার, কিন্তু তা করা হচ্ছে না।

আর এর পেছনে বড় কারণ হচ্ছে, তিনি এখন বাংলাদেশের ধর্মীয় নেতা। কাজেই তাকে কিছু বললে মৌলবাদীরা রাস্তায় নেমে আসবে।

শেয়ার করুন !
  • 710
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!