বিশেষ প্রতিবেদন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক নুরু আলোচনায় থাকতে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন অনেক দিন হলো। তবে তার ঘোষণাটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
অভিযোগ উঠেছে, বিএনপি-জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নুরু ‘পেইড এজেন্ট’ হিসেবে ভূমিকা পালন করছেন। রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’ গঠন নিয়ে খোদ ছাত্র অধিকার পরিষদের অভ্যন্তরেই সৃষ্টি হয়েছে মতপার্থক্য।
ছাত্র অধিকার পরিষদের একটি সূত্র জানায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের বদৌলতে পরিচিতি পান নুরু। সেই পুঁজি দিয়ে মানুষের অধিকার আদায়ের নামে নতুন দল গঠনের ঘোষণা দেন তিনি। আর তার নতুন দল গঠনের লক্ষ্য বাস্তবায়নের জন্য লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যয়ভার গ্রহণ করেছেন।
সূত্র আরো জানায়, বিএনপি-জামায়াত তাদের অতীতের দুর্নীতি ও অপশাসন দ্বারা জর্জরিত থাকায় জনগণের কাছে কোনো পাত্তা পাচ্ছে না। নুরু কোনো রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত না থাকার কারণে তাকে আর্থিক বিনিময়ে কাজে লাগাচ্ছে বিএনপি-জামায়াত চক্র। এরই মধ্যে আর্থিক লেনদেনের জন্য ছাত্র অধিকার পরিষদের ভেতরে মতানৈক্য সৃষ্টি হয়েছে।
ছাত্র অধিকার পরিষদের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নুরুর কথা আমরাও এক সময় বিশ্বাস করেছিলাম। নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে আমরাও সহমত পোষণ করেছিলাম। কিন্তু দল গঠনের বিষয়ে তারেক জিয়াসহ বেশ কয়েকজন বিদেশে অবস্থানরত বাংলাদেশি রাজনৈতিক নেতার সম্পৃক্তা মেলে।
আমরা বিত’র্কিত কোনো রাজনৈতিক দল গঠনেরর পক্ষে নেই। নুরু নৈতিকতা হারিয়ে বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট হতে পারেন কিন্তু আমরা হতে পারব না।
ছাত্র অধিকার পরিষদের আরেকটি সূত্র জানায়, নুরু মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিনি ডাকসু ভিপি হওয়ার পরে ‘আঙুল ফুলে কলা গাছ’ হয়েছেন। নিজের পোশাক-পরিচ্ছদ ঠিক রেখে তিনি বদলে ফেলেছেন জীবনযাত্রার ধরণ। ভিপি পরিচয় তাকে অনেক সুবিধা পেতে সহায়তা করেছে। নুরু যেখানেই লাভের সন্ধান পান, সেখানেই সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
ক’দিন আগেই স্টান্টবাজি করে এক বক্তব্য রাখেন তার ৩ মাসের বাড়িভাড়া বাকি পড়েছে। অথচ গত বছর অক্টোবরে পল্টনের জামান টাওয়ারে প্রায় ২ হাজার স্কয়ার ফিট আয়াতনের কক্ষ নিয়ে খোলা ‘গণ অধিকার পরিষদ’ এর অফিসটি ঠিকঠাক চলছে, যার মাসিক ভাড়া ৭০ হাজার টাকা!
নুরুর সহযোগীদের একাংশ, যারা ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে নতুন সংগঠন করেছেন, তারা জানান, নুরুর টাকার প্রয়োজন হলেই একটা না একটা কাহিনীর জন্ম দেন। দানবাক্স খোলেন, চাঁদা আদায়ের জন্য বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেন। দেশে অস্থিরতা তৈরীর জন্য বিদেশ থেকে আসা ফান্ডকে সে তার দলের জন্য আসা ডোনেশন হিসেবে দেখায়।
সূত্র আরো জানায়, বিএনপির ভারপ্রাপ্ত পলাতক চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নুরু রাজনৈতিক দল গঠন করতে চান। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরীর সহায়তা থাকবে। মূলত নুরুর দলটি হবে বিএনপির ব্যাকআপ রাজনৈতিক সংগঠন।
কিছুদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল এই দলে যুক্ত হতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশের রাজনৈতিক ডিগবাজি শিল্পের জনক খ্যাত ব্যারিস্টার মওদুদ আহমেদ। কিন্তু মাত্র ক’দিন আগেই তিনি প্রয়াত হন। তাই এখানে একটি শুন্যতা তৈরী হয়েছে। এখানে জামায়াতি ঘরানার কোনো বুদ্ধিজীবী যুক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে।
বিশিষ্টজনদের মতে, সস্তা জনপ্রিয়তা পেয়ে নুরু নিজের স্বার্থ হাসিলে মশগুল। অতীত কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে, স্বার্থ ছাড়া এক পা-ও সামনে অগ্রসর হন না তিনি। কারণ বিভিন্ন ইস্যুতে তিনি বিএনপি-জামায়াতের হয়ে সরকারবিরোধী নানান কথাবার্তা বলেন। যা বিভিন্ন গণমাধ্যমেও এসেছে। এখন নতুন একটি সরকারবিরোধী রাজনৈতিক দল গঠন বিএনপি-জামায়াতের স্বার্থসিদ্ধির পথ তৈরি ছাড়া অন্যকিছু নয়। নিউজব্যাংক।
228