‘জেলে না যেতে ২১ কোটি টাকা ঘুষ দিয়েছিল বাবর’

0

সময় এখন ডেস্ক:

ব্যারিস্টার মওদুদ আহমেদ অনেকগুলো বই লিখেছেন। তার অনেকগুলো বই রাজনৈতিক গবেষণার বিষয়ে এবং লিখেছেন সততার সঙ্গে। রাজনীতিবিদ হিসেবে যতোই বিত’র্কিত হন না কেন, লেখক হিসেবে তিনি অত্যন্ত মর্যাদার আসনে আছেন।

তার একটি বই কা’রাগারে কেমন ছিলো ২০০৭-৮’। এই বইয়ের ১০৩-১০৪ পৃষ্ঠায় তিনি লুৎফুজ্জামান বাবরকে নিয়ে লিখেছেন।

শুক্রবার ১৫ জুন ২০০৭ দিন ৬৪

যৌথবাহিনী ১১ দিনের রিমান্ডে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের অন্ধকূপে নিয়ে যাওয়ার পর একজন তরুণ ব্যবসায়ী, একসময় অত্যন্ত ক্ষমতাধর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, খালেদা জিয়া ও তার পুত্র ক্ষমতার সম্ভাব্য উত্তরাধিকারী তারেকের অত্যন্ত ঘনিষ্ঠভাজন লুৎফুজ্জামান বাবরের ওপর অ-মানুষিক শারীরিক নির্যা’তন চালায়।

সকলেই ভেবেছিল যে, বাবর ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বুটেনিস-এর অত্যন্ত ঘনিষ্ঠ এবং ফলে সরকার সহজে তাকে ঘাঁটবে না। কিন্তু শেষ পর্যন্ত বাবরও শেষরক্ষা করতে পারেনি এবং প্রাথমিকভাবে অ’বৈধ অ’স্ত্র রাখার দায়ে তাকে আটক করা হয়।

অবশ্য এই অভিযােগ ছিল একটা লােকদেখানাে ব্যাপার মাত্র। এর পেছনের কাহিনী ছিল আরাে অনেক গভীরে প্রােথিত।

এই সেলেরই একজন ব’ন্দী হিসেবে আজ সে আমার কাছে তার দুঃখের কাহিনী বর্ণনা করেছে। অবস্থাদৃষ্টে মনে হলাে, এই দুর্যোগময় সময়গুলাের পর কারাে সঙ্গে ভাব বিনিময় করার জন্য বাবর একরকম আকুল হয়ে পড়েছিল। জেরার সময় গােয়েন্দারা তাকে যে অত্যা’চার করেছে সে নির্যা’তনের চিহ্নস্বরূপ শরীরের বিভিন্ন স্থানের ক্ষ’তচিহ্ন আমাকে দেখালাে বাবর।

আমি জানি না হঠাৎ করে কেন আমার ওপরই সে আস্থাবান হয়ে পড়েছিল। খুব সম্ভবত আমার প্রতি কোনাে কারণে তার কিছুটা শ্রদ্ধাবােধ ছিল। অবশ্য এক পর্যায়ে সে আমাকে তা বলেছেও।

দুর্নীতির যে ফিরিস্তী বাবর আমাকে দিয়েছে, আমি তাতে হতবাক হয়েছি। যৌথবাহিনীর হাতে ইতিমধ্যেই সে প্রায় ২১ কোটি টাকা তুলে দিয়েছে। ওর কথা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছিল। তার বর্ণনা শােনার সময় তিক্ততা ও বিরাগে আমার সমস্ত সত্তা আচ্ছন্ন হয়ে পড়ে।

আমার মনে হয়, আজ অন্যদের দুর্নীতির জন্যই জেল খাটতে হচ্ছে আমাকে। হাতে গোনা কয়েকটি লােকের জন্য শুধুমাত্র আমি বা আমার পরিবার নয়, গােটা রাজনৈতিক দল, সার্বিক অর্থে গােটা দেশ এসে দাঁড়িয়েছে ধ্বং’সের দ্বারপ্রান্তে।

অন্যের পাপের জন্য কেন আমাকে, হাসনাকে, আমানকে কিংবা আনাকে প্রায়শ্চিত্ত করতে হবে?

শেয়ার করুন !
  • 101
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!