সরকারবিরোধীতাই বিএনপির একমাত্র অর্জন

0

মুক্তমঞ্চ ডেস্ক:

নামেমাত্র গণমানুষের রাজনীতি করে নিজেরদের স্বার্থ হাসিল করা আর সরকারের সমালোচনা করাই হলো বিএনপির একমাত্র অর্জন। তারা বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে ছিলো।

অথচ সে সময় বিএনপি তাদের সব সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করে জনগণের সঙ্গে ভাঁওতা দিয়েছে। তারা জনগণকে সহযোগিতার নাম করে নিজ দলের নেতাকর্মীদের মাঝে লোক দেখানো কিছু ত্রাণ সহায়তা করেছে। দেশের মানুষ বিএনপির সেই ভাঁওতাবাজি বুঝতে পেরেছে। এজন্য দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

১৯৭৬ সালের ২৯ নভেম্বর জিয়াউর রহমান হন প্রধান সামরিক আইন প্রশাসক। ১৯৭৭ এর ২১ এপ্রিল বিচারপতি আবু সাদাত সায়েমকে অ’স্ত্রের মুখে রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে বাধ্য করে জিয়া তখন ওই সর্বময় ক্ষমতার অধিকারী হন। সে সময় জিয়াউর রহমান সামরিক শাসনকে বৈধতা দেয়ার চেষ্টায় একটি গণভোটের আয়োজন করেন।

সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়। তবে সে দল তখন দেশের রাজনীতিতে নাড়া দিতে পারেনি।

একই বছর ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’ ঘোষণা করা হয়। রাতারাতি পুরাদস্তুর রাজনীতিবিদ বনে যান জিয়া। ৩ জুন নির্বাচন দিয়ে ওই ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’ থেকে প্রার্থী হয়ে তিনি রাষ্ট্রপতি ‘নির্বাচিত’ হন।

নির্বাচনের ৩ মাসের মাথায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

জাগদল, মশিউর রহমান যাদু মিয়ার (স্বাধীনতাবিরোধী) নেতৃত্বাধীন ন্যাপ, আবদুল হালিম-আকবর হোসেনের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টি, আব্দুল মতিনের নেতৃত্বাধীন লেবার পার্টি ও শাহ আজিজুর রহমানের (রাজাকার) মুসলিম লীগ বিলীন হয় জিয়ার বিএনপিতে।

১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে নিহ’ত হওয়ার আগ পর্যন্ত জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। ২০১০ সালে সপ্তম সংশোধনী বাতিলের রায়ে জিয়ার ক্ষমতাগ্রহণকে অ’বৈধ বলে রায় ঘোষণা করে উচ্চ আদালত।

জিয়াউর রহমান নিহ’ত হওয়ার ১ বছরের মধ্যে রাজনীতিতে নেমেই দলের ভাইস চেয়ারম্যান পদ নেন তার স্ত্রী খালেদা জিয়া। তখন বিএনপির চেয়ারম্যান ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার।

[এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম ডিবিসি নিউজকে সাক্ষাৎকারে বলেছিলেন, রাজনীতি করতে হলে লেখাপড়া জানা দরকার, অভিজ্ঞতা দরকার, সেসব খালেদা জিয়ার নাই। জিয়া মা’রা যাওয়ায় তার বউ হিসেবে তিনি (খালেদা) প্রধানমন্ত্রী হয়েছেন, এই তো! দ্য ওনলি কোয়ালিটি এন্ড দ্য ওনলি ক্রিডেনশিয়াল ইজ দ্যাট শি ইজ দ্যা উইডো অব জিয়াউর রহমান।]

সেনাপ্রধান এইচ এম এরশাদ ১৯৮২ সালে বিএনপিকে হটিয়ে ক্ষমতা দখল করলে সাত্তারের অসুস্থতার মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পদ নিয়ে দলের হাল ধরেন খালেদা জিয়া। তারপর ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি।

সেই থেকে খালেদা জিয়া এই পদে আসীন রয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর ৫ বছর সংসদের বাইরে থাকতে হয় বিএনপিকে। কয়েক দফা সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেও সফল হননি খালেদা।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজায় খালেদা জেলে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান পলাতক পুত্র তারেক রহমান। তিনি চিকিৎসার নামে মুচলেকা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর শর্তে লন্ডনে গিয়ে আর দেশে ফিরে আসেননি। গত ১৩ বছর তিনি সেখানেই বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন।

এর মধ্যে দেশে ৩টি মামলায় তার সাজার রায় এসেছে। খালেদা জিয়াকে জেলে রেখেই ২০১৯ সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। তাতে চরম ভরাডুবির পর সরকারের বিরু’দ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুললেও পরবর্তীতে তাদের নির্বাচিত প্রার্থীরাও সংসদে যোগ দেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ছেড়ে আসা একজন নেতা বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিএনপির রাজনৈতিক কোনো অর্জন নেই বললেই চলে। কেননা তারা রাজনীতি করে নিজেদের স্বার্থের জন্য, জিয়া পরিবারের জন্য। জনগণের জন্য রাজনীতি না করায় জনগণও তাদের সমর্থন করে না। কর্মসূচির নামে মানুষ হ’ত্যার রাজনীতি করায় জনগণও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

লেখক: ক্বারী ইকরামুল্লাহ মেহেদী
পরিচিতি: শিক্ষক ও গণমাধ্যম কর্মী
পেকুয়া, কক্সবাজার

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!