স্পোর্টস ডেস্ক:
নিজের ফিটনেস, দলে থাকা না থাকা, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিদেশ সফরসহ নানা বিষয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের ক্রিকেটের কাণ্ডারি মাশরাফি বিন মর্তুজা। একটি বেসরকারি টেলিভিশনে আয়োজিত একটি খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি এসব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
অনুষ্ঠানটির প্রোমো ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। সেখানে মাশরাফি ক্রীড়া সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন।
তাদের প্রশ্নের জবাবে ক্যাপ্টেন ম্যাশ আরও বলেন, আজকে যারা ক্রিকেট নিয়ে এত বেশি কথা বলছেন উনাদের অবদানগুলো আমি যদি তুলে ধরি, সেটি তো খারাপ হয়ে যাবে। একটা বিশ্বকাপে ৫০ জন বিদেশ সফরে যাচ্ছেন। এসব বললে তো আপনারা মাশরাফির চৌদ্দগুষ্টি উদ্ধার করবেন। তাদের কেউ কি নিজের টাকায় কখনও বিদেশ সফর করেছেন? আপনারা তাদের কাছেই একটু শোনেন!
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘ফিটনেস ইস্যুতে মাশরাফিকে হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হবে না।’
এমন মন্তব্যের বিষয়ে মাশরাফি অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, বিসিবির ফিটনেস বিষয়ক গত বিশ বছরের ডেটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কি না। আমি তো এগুলো ক্যামেরার সামনে এসে বলি নাই।
আমাকে বাদ দেওয়ার সময় কোনো আলোচনাই আমার সঙ্গে করা হয়নি। অথচ বিসিবি দাবি করছে, আলোচনা হয়েছে। আমি তো এগুলা ক্যামেরার সামনে বলিই নাই।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে সাকিবের মন্তব্যের বিষয়ে বোর্ড সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। গত রোববার (২১ মার্চ) সংবাদমাধ্যমকে বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় এ তথ্য জানিয়েছেন।
বিসিবি পরিচালক দুর্জয় আরও বলেন, জাতীয় দলের ক্রিকেটার হয়ে বিসিবির বিরু’দ্ধে কথা বলতে পারেন না সাকিব।
বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, আইপিএলে সাকিব আল হাসানের খেলার অনাপত্তিপত্র পুনর্বিবেচনা করবে বিসিবি।