বগুড়া প্রতিনিধি:
করোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত ভূমিকা গ্রহণ করায় বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। খুব বেশি মানুষও মা’রা যায়নি। বহির্বিশ্বের অন্যান দেশের তুলনায় বাংলাদেশে মৃ’তের সংখ্যাও কম।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সান্তাহার স্বাধীনতার মঞ্চচত্বরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ নানা ধরনের ভাতা প্রদান করে অ’সহায়দের পাশে দাঁড়িয়েছে বর্তমান সরকার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কুদরত-ই এলাহী কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু,
যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, সদস্য আরশাফুল ইসলাম মন্টু ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক জাহিদ আহসান পিয়াল,
মোশাররফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জাহিদুর বারী, আওয়ামী লীগ নেতা জিআরএম শাহজাহান প্রমুখ।
শাল্লায় হিন্দু পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রী-স্থানীয় এমপির অনুদান
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের অবমাননার ধুয়া তুলে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে মামুনুলের অনুসারীদের সাম্প্রদায়িক হাম’লা, ভা’ঙচুর ও মূল্যবান জিনিসপত্র লু’টপাটের ঘটনায় ক্ষ’তিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও এলাকার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৯০টি হিন্দু পরিবারকে নগদ ৫ হাজার টাকাসহ বেশী ক্ষ’তিগ্রস্ত ৫০টি হিন্দু পরিবারের মাঝে আরো ৩ হাজার টাকা এবং ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ ইকাবাল চৌধুরী, শাল্লা উপজেলার পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল।
একইস্থানে বেলা ২টয় দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওই ৯০টি হিন্দু পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার পক্ষে ৫ হাজার টাকা করে প্রদান করেন।