টিকা নিলে রোজা ভাঙবে না- সৌদি গ্র্যান্ড মুফতির ফতোয়া

0

আন্তর্জাতিক ডেস্ক:

রোজা রেখে করোনার টিকা গ্রহণ করলে রোজা ভাঙবে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান প্রখ্যাত আলেম শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ। আরব নিউজে প্রকাশিত খবর।

এ সংক্রান্ত একটি ফতোয়া দিয়েছেন তিনি। যা বিবৃতি হিসেবে দেশব্যাপী প্রচার করা হয়েছে।

উক্ত বিবৃতিতে সৌদি গ্র্যান্ড মুফতি বলেছেন, করোনার টিকা গ্রহণ করলে রোজা ভাঙবে না। কারণ এই টিকা খাবার বা পানীয় হিসেবে কাজ করে না। এটি মূলত একটি প্রতিষেধক। করোনা মহামারীর জীবাণু প্রতিরোধ করতে দেহে সুঁচের সাহায্যে এ টিকা প্রয়োগ করা হয়।

এদিকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যে দেশটিতে ২.৬ মিলিয়ন ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে।

করোনার টিকা নিয়েছেন কাবা মসজিদের ইমাম

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের সভাপতি ও কাবা মসজিদের ইমাম ড. আবদুর রহমান আল সুদাইস করোনা টিকা নিয়েছেন। সৌদিভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার (২২ মার্চ) মক্কার কিং আবদুল্লাহ মেডিক্যাল সিটিতে টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। টিকা গ্রহণের পর তিনি নিজের অনুভূতিও ব্যক্ত করেন।

শায়খ আল সুদাইস টিকা গ্রহণের পর করোনা সংক্রমণ রোধে সৌদি সরকারের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় নাগরিক বসবাসকারীদের মধ্যে বিনামূল্যে করোনা টিকা সরবরাহ করে সৌদি আরব বিশ্বে স্বল্প সংক্রমিত দেশ হিসেবে স্থান করে নিয়েছে বলে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া কিং আবদুল্লাহ মেডিক্যাল সিটির স্বাস্থ্যকর্মীসহ সব চিকিৎসকের একনিষ্ঠ ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি।

ড. আবদুর রহমান আল সুদাইস পবিত্র মসজিদুল হারামের সবচেয়ে প্রবীণ ইমাম ও খতিব হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। মাত্র ২২ বছর বয়সে ১৪০৪ হিজরিতে মসজিদুল হারামের কনিষ্ঠতম ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!