‘ধর্মের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারী অপশক্তিকে দমন করতে হবে’

0

সময় এখন ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। আর পাকিস্থানের প্রেতাত্মারা ধর্মের দোহাই দিয়ে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

দলের মধ্যে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তিকে নি’র্মূল করতে হবে। এজন্য সরকারকে পাশে থেকে সহায়তা করাই হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতা হানিফ বিএনপি জামায়াতের সমালোচনা করে আরো বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুযায়ী সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক নিবিড়, অনেক গভীর। তাদের সাথে শুধু আত্মার সম্পর্ক নয়, রক্তের সম্পর্কও আছে। কারো সঙ্গে বৈরী আচরণে সম্পর্ক নষ্ট হবে তা হতে পারেনা।

কারো সঙ্গে কোন সমস্যা হলে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। প্রতিবেশী দেশ ভারত মুক্তিযুদ্ধকালীন সময়ে ১ কোটি ২০ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছিল। শুধু তাই নয় ৯টি মাস তারা এসব মানুষের আহার যুগিয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অ’স্ত্র দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সৈন্যরা এসে যু’দ্ধ করে দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা রেখেছিল।

তাদের বহু সৈন্য এখানে প্রাণ হারিয়েছিল তাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের এ নেতা বিএনপির ৭ মার্চ পালনকে রাজনৈতিক কুট কৌশল বলেও মন্তব্য করেন।

জেলা আওয়ামী লীগ আয়োজিত এ বর্ধিত সভায় জেলা সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সসমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ,

জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাবেক সভাপতি এম আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান ও আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলামসহ অনেকেই।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!