রাজশাহীতে বসছে ৫০০ সিসি ক্যামেরা

0

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী নগরীতে অপরাধ প্রবণতা কমাতে নগরজুড়ে ৫০০ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এতে অপরাধ করে আর কেউ পার পাবেন না বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।

জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১২ মার্চ রাজশাহী নগরীর ষষ্ঠীতলা এলাকায় এক ব্যক্তির ওপর হাম’লা চালায় দৃ’র্বৃত্তরা। সিসি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য।

এ ঘটনার মাত্র ৩ দিন আগে সন্তানকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় কাশিয়াডাঙ্গা মোড়ে ট্রাকের নিচে চাপা পড়ে মা’রা যান এক নারী। সন্তানটি প্রাণে বেঁচে গেলেও এই দৃশ্য দেখে শিউরে উঠবেন যে কেউ।

এ অবস্থায় অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নগরজুড়ে ৫০০ ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী।

এরই মধ্যে প্রায় ৩০০ সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। ফুটেজ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে অনেক সমস্যারও দ্রুত সমাধান করছেন বলে জানান পুলিশ কর্মকর্তা উৎপল কুমার চৌধুরী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান বলেন, অপরাধপ্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

স্বাধীনতা দিবসের আগেই নগরীর ৭০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে আশা পুলিশের। সিসিটিভি ক্যামেরা বসাতে খরচ হচ্ছে প্রায় ৬০ লাখ টাকা।

বাংলাদেশের জনগণকে পুতিনের শুভেচ্ছা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। এছাড়া জার্মানির প্রেসিডেন্ট, স্পেনের রাজা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আরও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান শুভেচ্ছা বার্তা পাঠাবেন বলে আমরা প্রত্যাশা করছি।

এ সময় ড. মোমেন জানান, সোমবার (২২ মার্চ) ভারত সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমরা আনন্দিত।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!