সময় এখন ডেস্ক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ। ঐতিহাসিক এই লগ্নে বাংলাদেশকে নিয়ে ভিডিওবার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র, সরকারপ্রধান ও গুরুত্বপূর্ণ নেতা ও ব্যক্তিত্বরা।
বাংলাদেশকে নিয়ে ভিডিওবার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা, পোপ ফ্রান্সিসসহ অনেকে।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে দাওয়াত করেছে।
এরই মধ্যে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি বাংলাদেশ সফর শেষে নিজ নিজ দেশে ফিরে গেছেন।
ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বাংলাদেশ সফরে রয়েছেন। ২৬ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ৫০ বছরে বাংলাদেশের নানা অর্জন, জাতির পিতা শেষ মুজিবুর রহমান ও বর্তমান সরকারের নানা অবদান তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকীর আগের দিন গত ১৫ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সংবাদ সম্মেলনে এসেছিলেন ২৭ ফেব্রুয়ারি, স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণে সুখবর নিয়ে।
মোদির উপহারের ১২ লাখ টিকা ঢাকা আসছে শুক্রবার
ভারত থেকে উপহার হিসেবে আরও ১২ লাখ ডোজ করোনার টিকা আসছে বলে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান সচিব।
তিনি বলেন, কাল (শুক্রবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন, একই সঙ্গে ভারত থেকে উপহার হিসেবে আসবে ১২ লাখ ডোজ টিকা। আশা করছি চুক্তি অনুযায়ী বাকি টিকাও নির্ধারিত সময়ে পাব।