সময় এখন ডেস্ক:
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঠেকাতে মতিঝিলে ছাত্র ও যুব অধিকার পরিষদে মিছিলে পুলিশের গু’লিতে আহত হয়েছেন বলে গুজব ছড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরু।
নিজের ভেরিফায়েড পেজ থেকে তিনি পোস্ট দেন- ‘ভিপি নুর গু’লিবি’দ্ধ হয়ে আহত’ লিখে। যদিও পরে জানা যায়, এই বার্তা পুরোটাই গুজব এবং অপপ্রচার। পুলিশের বিরু’দ্ধে সাধারণ ছাত্রদেরকে উস্কে দিতেই তিনি এই বার্তা ছড়ান। এর কিছুক্ষণ পর গণমাধ্যম কর্মীরা জানতে পারেন নুরু সুস্থ আছেন। এমন কোনো ঘটনা ঘটেনি।
এরপরই তিনি পোস্ট সরিয়ে নিয়ে লাইভে এসে বক্তব্য রাখেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঠেকাতে মতিঝিল শাপলাচত্বরে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের কবলে পড়েছিলেন নুরু। এরপরই সেখান থেকে তিনি সটকে পড়েন। তবে তিনি বর্তমানে নিরাপদেই আছেন বলে জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মোদির আগমনের বিরোধিতা করে রাজধানীর মুক্তাঙ্গন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিলটি মতিঝিল এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘ’র্ষ বাঁধে।
এ সময় পুলিশ ফাঁকা গু’লি, টিয়ারগ্যাস, রাবার বুলেট ছোড়ে। সেখানেই পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায় সংগঠনটির পাঁচ শতাধিক নেতাকর্মী।
পুলিশ সদস্যদের ওপর হাম’লা চালায় নেতাকর্মীরা। কয়েকজন পুলিশ সদস্যকে র’ক্তাক্ত করা হয়। তাদের উদ্ধারে এগিয়ে আসে গণমাধ্যমকর্মীরা। সেখান থেকেই শিশুবক্তা রফিকুলসহ অন্তত ১০ জনকে আটক করে পুলিশ।
এই সংঘ’র্ষে ২ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তারা হলেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ও ওয়াহিদুর রহমান। মতিঝিল থেকে জানানো হয়েছে, এসআই দুজন গুরুতর অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, নুরুল হক নুরু গু’লিবি’দ্ধ হননি। টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন। এখন সুস্থ আছেন।
তবে এ প্রসঙ্গে জানতে নুরুকে একাধিকবার মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
206