অজুহাত দেখিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি স্থগিত বিএনপির

0

সময় এখন ডেস্ক:

দেশে করোনার অজুহাত দেখিয়ে আগামী ৩০ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিজেদের সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বিএনপি।

বুধবার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমানে দেশে করোনা পরিস্থিতি গুরুতর অবস্থায় উপনীত হয়েছে। চলতি সপ্তাহে সংক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। গতকাল ২৪ ঘণ্টায় শনাক্তের ছিল গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতি, বিদেশি মেহমানদের স্বাগত জানানো, অনুষ্ঠানাদির মাধ্যমে সংক্রমণের ঝুঁ’কি যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার প্রেক্ষাপটে জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বিএনপির গৃহীত সুবর্ণজয়ন্তীর কর্মসূচি আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

বিএনপির এ নেতা জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলে সুবর্ণজয়ন্তী উপলক্ষে তাদের গৃহীত কর্মসূচিগুলো আবার নতুন তারিখ নির্ধারণ করে বাস্তবায়ন করা হবে।

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের মধ্যে ২৫ মার্চ আলোচনা সভা, ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর র‌্যালি ও ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সুবর্ণজয়ন্তীর সমাবেশ ছিল। এসব কর্মসূচির কোনোটিরই এখনও অনুমতি পায়নি বলেও জানান খন্দকার মোশাররফ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করছি, এই মুহুর্তে সমাবেশ বন্ধ করা দরকার। যে কারণে আমরা সব স্থগিত করছি।

সারা দেশের বিএনপি নেতা-কর্মীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা সবাই মাস্ক পরবেন, সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

‘সুবর্ণজয়ন্তীর নামে মুজিববর্ষ’

সরকার জনগণকে বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান করছে অভিযোগ করে মির্জা ফখরুল। তার অভিযোগ, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের নামে মুজিববর্ষ উদযাপনে মেতেছে সরকার।

ফখরুল বলেন, মুজিব শতবর্ষ যেটা উদযাপন হচ্ছে তার সঙ্গে সুবর্ণজয়ন্তী আছে। ওদের প্রত্যেকটা ব্যানারে দেখবেন মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উদযাপন। আমি এখন পর্যন্ত সুবর্ণজয়ন্তীর কোনো অনুষ্ঠান দেখতে পাইনি।

আপনারা দেখছেন কি না জানি না। কোথাও সুবর্ণজয়ন্তীর সরকারি প্রোগ্রাম দেখতে পাইনি। আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম নেই। উল্টো কী করেছে? আমরা যারা কর্মসূচি নিয়েছিলাম সেগুলো ১৭ তারিখ থেকে বন্ধ করে দিয়েছে।

এসব অনুষ্ঠানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আসলে তাদের কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। শুধুমাত্র বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার জন্য, তাদের তুষ্ট করার জন্য তারা সুবর্ণজয়ন্তীর নামে অনুষ্ঠান করছে।

এদিকে বিএনপির এভাবে হঠাৎ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান স্থগিতের ঘোষণায় দলের মুক্তিযোদ্ধাদের মাঝে বেশ হতাশা দেখা দিয়েছে। স্বাধীনতার মাস মার্চের শেষ পর্যন্ত অনুষ্ঠান স্থগিত করে পরবর্তীতে আয়োজনের ঘোষণা হাস্যকর বলে মন্তব্য করেছেন নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির এক সদস্য।

বিএনপির সুবর্ণজয়ন্তীর কর্মসূচি প্রত্যাহার রহস্যজনক: কাদের

করোনার অজুহাতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছিল তা প্রত্যাহার করে নেয়া রহস্যজনক বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইতিহাসের অনেক মীমাংসিত বিষয় নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি প্রত্যাহার করেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘২৫ মার্চ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও একাত্তরের -ণহ’ত্যা নিয়ে একটি কথাও বলেনি। এ ব্যাপারে নীরবতা ‘হানাদার বাহিনীর পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করে। পাকিস্থানি বাহিনীর নির্যা’তন নিয়েও বিএনপির মুখে কিছু শোনা যায় না। পক্ষান্তরে তারা শুধু সরকারের অন্ধ সমালোচনায় ব্যস্ত।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ও ডা. দীপু মনি।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!