ফিচার ডেস্ক:
ফ্লাইটে কোনভাবে লাগেজ হারালে এখন থেকে প্রতি কেজির জন্য ১ লক্ষ ১৭ হাজার টাকা করে ক্ষ’তিপূরণ পাবে যাত্রী! এছাড়াও বিমান দুর্ঘটনায় কোন যাত্রীর মৃ’ত্যু বা আহত হলে ক্ষ’তিপূরণের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা!
লাগেজ হারালে ক্ষ’তিপূরণ বাড়লো লাখ টাকারও বেশি! ফ্লাইটে ব্যাগেজ (লাগেজ) হারালে বা নষ্ট হলে আগে কেজিতে ক্ষ’তিপূরণ পাওয়া যেত ২০ ডলার বা প্রায় ১ হাজার ৭০০ টাকা।
তবে মন্ত্রিসভায় গৃহীত হওয়া নতুন আইনে বাংলাদেশের মুদ্রায় এই অঙ্ক দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার ২৪১ টাকা। এ ছাড়া বিমান দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃ’ত্যু বা আহত হলে ক্ষ’তিপূরণ ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি ১৭ লাখ টাকা করা হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অর্থের পরিমাণ বৃদ্ধি করে আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই নতুন আইন অনুসারে, ব্যাগেজ হারানো বা বিনষ্টের ক্ষ’তিপূরণ প্রতি কেজি ২০ মার্কিন ডলার (১ হাজার ৭০০ টাকা) থেকে বেড়ে ১ হাজার ৩৮১ ডলার হবে (১ লাখ ১৭ হাজার ২৪১ টাকা)।
এ ছাড়া কার্গো বিনষ্ট বা হারানোর জন্য কেজিপ্রতি ২০ ডলার থেকে নতুন আইনে ক্ষ’তিপূরণের অংশ বেড়ে ২৪ ডলার হয়। ফ্লাইট ডিলে হলে যাত্রী ক্ষ’তিপূরণ পাবে ৫ হাজার ৭৩৪ মার্কিন ডলার (৪ লাখ ৮৬ হাজার টাকা), যা আগে ২০ ডলার (প্রায় ১ হাজার ৭০০ টাকা) ছিলো।
নতুন আইনে বিমান দুর্ঘটনায় কোন ব্যক্তির মৃ’ত্যু হলে বা ক্ষ’তিগ্রস্ত হলে তিনি ক্ষ’তিপূরণ হিসেবে পাবেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৪ মার্কিন ডলার, যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার টাকা।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, যাত্রীর মৃ’ত্যুর ক্ষেত্রে, তার সম্পত্তির বৈধ প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের মধ্যে এই আইনের বিধান মোতাবেক সেই অর্থ প্রদান করা যাবে।
সংশ্লিষ্ট এয়ারলাইন্স পক্ষ বা বীমাকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার ভিত্তিতে অথবা আদালতের মাধ্যমে এই অর্থ আদায় করা যাবে।
154