সময় এখন ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘ’র্ষের ঘটনায় পল্টন থানা-পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এতে আসামির তালিকায় ৫১ জনের নাম উল্লেখ করা হলেও তাতে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরুর নাম নেই।
গতকাল বৃহস্পতিবারের এই ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু কুমার এই মামলাটি করেন বলে থানা সূত্র জানিয়েছে।
মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অ’জ্ঞাত পরিচয়ের অনেককে আসামি করা হয়েছে।
পুলিশ বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে। মামলায় উল্লিখিত বাকি ১৯ জনসহ অ’জ্ঞাত আরও অনেক আসামি সংঘ’র্ষের সময় অলিগলি দিয়ে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।
গতকাল দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরুর দল যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে মোট ৩৩ জনকে আটক করা হয়েছিল। এদের মধ্যে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে বিকেলে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম গতকাল বলেছিলেন, নুরুর নেতৃত্বে এই বিক্ষোভ, পুলিশের ওপর হাম’লা হয়েছে। আমরা নুরুকে খুঁজছি।
তবে মামলার এজাহারে নুরুর নেতৃত্বে বিক্ষোভের কথা বলা হলেও আসামির তালিকায় নুরুর নাম দেখা যায়নি। এ বিষয়ে পুলিশের কোনো ভাষ্যও পাওয়া যায়নি।
এজাহারে বলা হয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হকের (নুরু) নেতৃত্বে গ্রেপ্তার ও পলাতক আসামিসহ অ’জ্ঞাত অনেকে পল্টন মডেল থানাধীন কস্তুরি হোটেলের গলি থেকে হঠাৎ একটি বিক্ষোভ মিছিল বের করে সোয়া ১২টার দিকে শাপলা চত্বরের পশ্চিম পাশে অবস্থান করেন।
এ সময় অবস্থানকারীরা বে-আইনিভাবে জনতাবদ্ধ হয়ে দেশীয় অ’স্ত্র নিয়ে বিভিন্ন ধরনের সরকারবিরোধী উস্কানিমূলক ও অব’মাননাকর স্লোগান দিতে থাকেন এবং রাস্তা বন্ধ করে জনগণের ভো’গান্তির সৃষ্টি করেন।
একপর্যায়ে তাদের রাস্তায় জমায়েত না করতে অনুরোধ করলে তারা মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন, ইটপাটকেল ছোড়েন এবং রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে দা’ঙ্গা-হা’ঙ্গামা করে পুলিশের ওপর হ’ত্যার উদ্দেশ্যে আক্র’মণ করেন।