সময় এখন ডেস্ক:
স্বঘোষিত স্বাধীনতা বিরোধী, একাত্তরে পাকিস্থানের পক্ষে সরাসরি অংশ নেয়া খেলাফত মজলিশের নেতা শাইখুল হাদিস আজিজুল হকের পুত্র হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক দাবি করেছেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।
র’ক্ত ঝরিয়ে রাজপথ থেকে হেফাজতকর্মীদের সরানো যাবে না। আবার যদি আমার কোনো ভাইয়ের র’ক্ত ঝরে, হ’ত্যা করা হয়, আর একটি গু’লিও যদি ছোড়া হয়, তাহলে গোটা দেশ অচল করে দেওয়া হবে।
আজ রবিবার হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মামুনুল হক এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আজ হেফাজতের হরতাল কর্মসূচি ছিল, আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তবু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।
মামুনুল হক আরো বলেন, আমার শান্তিপ্রিয় ভাইদের ওপর পুলিশ-বিজিবি নির্বিচারে গু’লি ছুড়েছে। মধুগড়ের বর্ষীয়ান আলেম হেফাজতের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ গু’লিবিদ্ধ হয়েছেন। এটা সরকার কল’ঙ্কজনক অধ্যায় রচনা করল।
আর যদি আমার কোনো ভাইকে হ’ত্যা করা হয়, মনে রাখবেন, হেফাজতকে দমানো যাবে না।
হরতালের সময় বাড়ানোর ঘোষণা হেফাজতের
হরতালের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা বলছে, আরো ২৪ ঘণ্টা হরতাল পালন করবে তারা। অর্থাৎ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে।
রবিবার (২৮ মার্চ) মাওলানা জুনায়েদ আল হাবীব বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে নেতাকর্মীদের ওপর হাম’লার ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।
দফায় দফায় বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের ওপর চড়াও হয় হেফাজতের নেতাকর্মীরা, থানা, সরকারি বিভিন্ন অফিস, আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়িতে ধ্বং’সযজ্ঞ চালায় তারা।
পাল্টা পুলিশি একশনে কয়েকজনের মৃ’ত্যুর খবর পাওয়া যায়। রবিবার (২৮ মার্চ) হরতাল চলাকালেই এর সময়সীমা ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
518