হেলিকপ্টার থেকে পদ্মা সেতুর পূর্ণাঙ্গ রূপ দেখলেন প্রধানমন্ত্রী

0

সময় এখন ডেস্ক:

দেশি-বিদেশি কোনো ষড়’যন্ত্রের কাছে মাথানত না করে চ্যালেঞ্জ নিয়েই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সিদ্ধান্ত ও যোগ্য নেতৃত্বে সেই স্বপ্নের পদ্মা সেতু এখন পূর্ণাঙ্গ কাঠামোর ওপর দাঁড়িয়ে।

গত ১০ ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর মূল কাঠামো পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে এতদিন বাস্তবে সেই সেতুটি দেখার সুযোগ হয়নি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে শনিবার দুপুরে প্রথমবারের মতো স্বপ্নের পদ্মাসেতুর মূল কাঠামোর পূর্ণাঙ্গ রূপ বাস্তবে দেখলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে হেলিকপ্টার থেকে পদ্মাসেতুর ভিডিও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

এর আগে সর্বশেষ গেল বছরের ১৭ মার্চ টুঙ্গিপাড়া আসা-যাওয়ার পথে হেলিকপ্টার থেকে সরাসরি পদ্মাসেতুর নির্মাণ কাজ দেখেছিলেন প্রধানমন্ত্রী। তখনও পদ্মাসেতুর পূর্ণাঙ্গ কাঠামো নির্মাণ কাজ শেষ হয়নি।

দুই তলা বিশিষ্ট পদ্মা সেতুতে স্প্যানের ওপর কংক্রিটের স্ল্যাব বসানোর কাজ শেষ হলেই পিচ ঢালাই হবে। ঢালাইয়ের কাজ, রেলের জন্য স্লিপার বসানোসহ আনুষঙ্গিক কাজ শেষ হলেই স্বপ্নের পদ্মা সেতু যানবাহন চলাচলের উপযোগী হবে। পদ্মাসেতুর ওপর তলায় চার লেনে যানবাহন এবং নিচতলা দিয়ে চলবে ট্রেন।

মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা, যুবগলীগের বিক্ষোভ

স্বঘোষিত স্বাধীনতা বিরোধী, একাত্তরে পাকিস্থানের পক্ষে সরাসরি অংশ নেয়া খেলাফত মজলিশের নেতা শাইখুল হাদিস আজিজুল হকের পুত্র হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে সারাদেশে মৌলবাদী জামায়াত-বিএনপিচক্র কর্তৃক ধ্বং’সাত্মক তা’ণ্ডবলীলা ও নৈ’রাজ্য সৃষ্টির প্রতিবাদে সকালে বিক্ষোভ করে সংগঠনটি।

উপজেলার জয়পাড়া রতন স্বাধীনতা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা মামুনুল হককে দোহারে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দরানী, দোহার উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, পৌরসভা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন ও হুমায়ুন আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন !
  • 431
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!