‘হেফাজতের কাউকেই ছাড় দেয়া হবে না’

0

মৌলভীবাজার প্রতিনিধি:

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসাকে কেন্দ্র করে হেফাজতের কর্মীরা যে তা’ণ্ডব চালিয়েছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

আমাদের স্বাধীনতার সময় ভারত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতেই পারেন, এটা স্বাভাবিক। এতে কাদের গায়ে জ্বলে আমরা বুঝেছি।

মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, এ দেশের মানুষ চেয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে শেখ মুজিব হ’ত্যার বিচার হবে। ঠিকই আমরা করতে পেরেছি। জিয়া, খালেদা, নিজামী ও সাঈদীরও বিচার হয়েছে।

নানক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই ২০০৯ সালে সরকার পতনের জন্য বিডিআরদের হ’ত্যা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় শাপলা চত্বর থেকে সরকার উ’ৎখাত করার পরিকল্পনা করা হয়েছিল; কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

তিনি আওয়ামী লীগের মফস্বলে পরীক্ষিত নেতাদের অগ্রাধিকার দিয়ে দলকে পুনর্গঠিত করার আহবান জানান। কোনো পরিস্থিতির জন্য আমরা চিন্তিত নই, মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত।

তিনি হেফাজত কর্মীদের উদ্দেশ করে বলেন, যারা গত শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে পকেটে তসবির পরিবর্তে ইট ও পাথর নিয়েছিল তারা ইসলামের হেফাজতকারী হতে পারে না। তাদের আর মসজিদে ঢুকতে দেয়া হবে না।

জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মো. জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।

২০ বুদ্ধিজীবীর সমালোচনায় তথ্যমন্ত্রী:

ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ২০ জন বুদ্ধিজীবীর দেওয়া বিবৃতির সমালোচনা করেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সম্প্রতি যে ২০ জন বিবৃতি দিয়েছেন তাদের বুদ্ধিজীবী বলতে আমার লজ্জা হচ্ছে। কারণ, তাদের উচিত ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন যারা ধর্মের নামে হা’ঙ্গামা করেছে, তাদের বিরু’দ্ধে বিবৃতি দেওয়া।

কিন্তু তারা সেটি না করে সরকারি সম্পত্তিতে আগুন দেওয়া, ভূমি অফিস, রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া, থানা ও সাধারণ মানুষের ওপর আক্র’মণকারীদের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছেন।

শেয়ার করুন !
  • 334
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!