সখীপুরে মাদ্রাসা ছাত্রীকে ২০ দিন টানা ধর্ষণ, আটক ২

0

টাঙ্গাইল সংবাদদাতা:

টাঙ্গাইল জেলার সখীপুরে ১০ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে টানা প্রায় ২০ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (১৩ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

মামলার পরই রাতেই অভিযুক্ত মজিবর রহমানকে (৪২) ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সোমবার সকালে গ্রেফতারকৃত মজিবুরকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মজিবর রহমান নামের মাঝবয়সী এক লম্পট ওই ছাত্রীকে মাদ্রাসা যাওয়ার পথে কুপ্রস্তাব দিতো। এতে ছাত্রীটি রাজি হয়নি। এ অবস্থায় গত ২৪ ডিসেম্বর ওই ছাত্রী উপজেলার কালিয়া বাজারে কেনাকাটার জন্য যায়। এর পর থেকেই ওই ছাত্রীকে আর পাওয়া যায়নি। মামলায় আরো উল্লেখ করা হয় মজিবর কালিয়া বাজার থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকে তাকে আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।

ওই ছাত্রীর মা বলেন, অভিযুক্ত মজিবর প্রতিবেশি হওয়ায় আমার মেয়েকে তার প্রবাসী ছেলের বউ করার জন্য নানাভাবে প্রস্তাব দেন। তাকে বলেছি; মেয়েকে আরও পড়াশোনা করাব, উচ্চ শিক্ষিত করব, বিয়েতে রাজি হইনি। ওই লম্পট নিজেই আমার মেয়ের সর্বনাশ করে দিয়েছে। আমার মেয়ের শরীর আর মনের ওপর দিয়ে যা গেছে, তার নিরাময় কে করবে? আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। পরে সোমবার সকালে মজিবরকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের লোকজনের ধারণা মজিবর আটকে রেখে স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করেছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!