কোমলমতি এতিম শিশুদের ব্যবহার করছে হেফাজত

0

বিশেষ প্রতিবেদন:

দেশকে অস্থিতিশীল করতে ২৬ তারিখ সকাল থেকেই মাঠে নামে জ’ঙ্গির বেশধারী সংগঠন হেফাজতে ইসলাম। যার সাথে ছিল বিএনপি ও জামায়াত শিবির। স্বাধীনতা দিবস থেকে শুরু হওয়া বিক্ষোভ ২৮ তারিখে এসে ধ্বং’সাত্মক খেলার সর্বোচ্চ সীমা অতিক্রম করে।

দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর আক্র’মণ ও পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ এমনকি বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা কর্মীদের গুরুতর আহত করে হেফাজতে ইসলাম। আর এসব কাজে ব্যবহার করা হচ্ছে কোমলমতি শিশুদের। এই নোং’রা খেলায় ৮-১০ বছরের শিশুদেরকে রাখা হয়েছে ফ্রন্টলাইনে, মাঝে যারা ছিল তাদের বয়স ১৫-১৬ এবং পেছনের সারিতে ছিল নির্দেশদাতারা।

ফলে পুলিশ চাইলেও পাল্টা অ্যাকশনে নামতে পারেনি পুুরোপুরিভাবে। কারণ একেবারে কোমলমতি শিশুরা রয়েছে সামনে। এ সুযোগে দেশজুড়ে ধ্বং’সাত্মক কর্মকাণ্ড চালিয়েছে মৌলবাদী গোষ্ঠী।

হেফাজতের তা’ণ্ডব চলাকালীন সময়ে কথা হয় ব্রাহ্মণবাড়িয়া হেফাজত নিয়ন্ত্রিত রহিমিয়া কাসেমুল উলুম মাদ্রাসার ১৩ বছর শিক্ষার্থী আবু আল রহমানের সঙ্গে। কেন সে এই বয়সে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল ছুঁড়ছে- এমন প্রশ্নের উত্তরে সে জানায়, আমি এতো কিছু জানি না, আমাদের বড় হুজুর বলেছে, এটা করলে নাজাত পাওয়া যাওয়া যাবে। আমি আল্লাহ সুবানাহু ওতাআলার সান্নিধ্য ও নাজাত পাবার জন্য রাস্তায় নেমেছি।

কোমলমতি শিশুদের সঙ্গে এমন আচরণ যৌক্তিক কি না তা জানতে কথা হয় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে। তিনি এ প্রসঙ্গে কিছু বলতে রাজি হননি।

এ বিষয়ে হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত না হলে কঠোর ব্যবস্থা’

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৩ দিন ধরে কিছু উ’চ্ছৃঙ্খল ব্যক্তি ধর্মীয় উত্তে’জনা ছড়িয়ে ভূমি অফিস, থানা, রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে হাম’লা চালাচ্ছে। বাড়িঘর জ্বালিয়ে দেয়া, বাচ্চাদের রাস্তায় নামিয়ে দেয়া, এসব অধিকার তাদের নেই।

তিনি বলেন, তাদের এসব পথ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে সরকার। অন্যথায় জানমাল ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাঁশের কেল্লা নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তার মাধ্যমে উত্তে’জনা ছড়ানো হয়েছে। আমরা মনে করি এগুলো না’শকতা, এগুলো রাষ্ট্রের বিরু’দ্ধে অবস্থান নেয়া।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা আপনাদের মাধ্যমে এগুলো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন !
  • 364
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!