বাবুনগরীর দুর্নীতির তথ্য প্রকাশ করলেন হেফাজতের অডিটর মাওলানা সলিমুল্লাহ (ভিডিও)

0

সময় এখন ডেস্ক:

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর আর্থিক দুর্নীতির তথ্য প্রকাশ করে দিলেন সংগঠনের শীর্ষ নেতা মাওলানা সলিমুল্লাহ।

আর্থিক হিসাবের নয়-ছয় এবং এতদসংক্রান্ত বিষয়ে অডিটে বাধা প্রদান, তদন্ত রিপোর্ট প্রকাশে বাধা, বছরের পর বছর হিসাব নিষ্পত্তি না করে ফেলে রাখাসহ দুর্নীতির নানান তথ্য জনসম্মুখে তুলে ধরলেন সংগঠনের অডিটর হিসেবে দায়িত্বরত চট্টগ্রামের ফটিকছড়ি অঞ্চলের হেফাজতে ইসলামের এই বর্ষীয়ান নেতা।

মাওলানা সলিমুল্লাহর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে দেখা যায়-

‘আপনারা আমাকে জানেন, আমি, হাফেজ জুনায়েদ সাহেব (জুনায়েদ বাবুনগরী) আপনার সাথে ২২ বছর এই ফটিকছড়ির ভেতর নেতৃত্ব দিয়ে আসছি। আপনি সভাপতি, আমি সেক্রেটারি। আমার সাথে বাড়াবাড়িতে যাবেন না আপনি। আপনারা বড় মানুষ।

আপনি যদি আমার সাথে খেলা খেলেন, আমি খেলায় হারলেও সেটা আমার জয়, কিন্তু আপনি যদি হেরে যান, আপনার জন্য তা জেতার জিনিস নয়। কার সাথে লাগবেন, এটা ভাবার চেষ্টা করবেন।

আপনি ৫ এপ্রিল (আসলে ৫ মে শাপলা চত্বরের ঘটনা) এর ঘটনার মধ্যে কী যেন নাম, সাদেক হোসেন খোকার হাত থেকে নেয়া ৫০ লক্ষ টাকার হিসাব কোথায়?

আমি তো হেফাজতের অডিটর। ৫০ লক্ষ টাকা হেফাজতের অ্যাকাউন্টে ঢুকেছে? আপনি বারডেম হাসপাতালে ছিলেন। ২০ লক্ষ টাকা যে আপনার চিকিৎসা বাবদ গেছে, এই ২০ লক্ষ টাকার হিসাব এ পর্যন্ত দিয়েছেন? এটার হিসাব এ পর্যন্ত এসেছে?

তারপর আল্লামা শায়খুল ইসলাম আহমদ শফি (র.) যে ২৫ লক্ষ টাকা ক্যাশ দিয়েছিলেন, এই ক্যাশ কোন খাতে জমা হয়েছে কি না?

একসময় আমি অডিটরের প্রধান, এরপর মোহতরম মোজাহেরুল সাহেব সদস্য, মাওলানা ইসহাক নূর সদস্য, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি সদস্য.. প্রমুখ সকল সদস্য। আমরা গুছিয়ে আনি। রিপোর্ট তৈরী করার আগে কমিটিটা ভেঙে যায়।

এরকম করতে করতে আজ ৭ বছর হয়েছে মনে হয়, তারপরেও হেফাজতের মূল কমিটির মূল ফান্ডে, এখনও পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রকাশ হতে পারে না, কেন?

আমার রাগাবেন না। আমি অনেক কথা জানি…।’

ভিডিও:

শেয়ার করুন !
  • 1.6K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!