বর্ষার আগেই সব রাস্তা মেরামত শেষ করার নির্দেশ দিলেন মন্ত্রী

0

সময় এখন ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী বর্ষা মৌসুমের আগেই প্রকৌশলীদের সড়ক মেরামত ও সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সড়ক-মহাসড়ক নির্মাণ কাজের গুণগতমান রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীন দফতর প্রধান, চলমান প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সড়ক ও জনপথ (সওজ) জোন প্রধানদের সভায় তিনি এ নির্দেশনা দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের সড়ক-মহাসড়কের ওপর স্থাপিত কাঁচাবাজার ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করে মূল সড়ক উদ্ধারের কাজ শুরু হয়েছে। এ কাজ সফলভাবে শেষ করতে হবে। পরবর্তী পর্যায়ে সড়কপাশের অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেয়া হবে। এছাড়া পৌরসভা এলাকায় মহাসড়কের পার্শ্ব আবর্জনামুক্ত রাখতে সড়ক ও জনপথ অধিদফতরকে কঠোর নির্দেশনা দেন।

ওবায়দুল কাদের বলেন, পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থা পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে হবে। প্রতিটি সড়কের বেইলি সেতুসমূহ প্রতিস্থাপনসহ চলমান নির্মাণকাজ যথাসময়ে শেষ করতে হবে।

ইতোমধ্যে দেশের প্রথম সীমান্ত সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সম্প্রসারণ করে ৩২ ফুটে উন্নীত করা হবে।

পর্যটকদের সুবিধার্থে সৈকতসংলগ্ন সড়কে বাতি স্থাপন, বিভিন্ন পয়েন্টে বিশ্রামাগার নির্মাণের পাশাপাশি মেরিন ড্রাইভে পর্যটকদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি ।

ওবায়দুল কাদেরের সঙ্গে তারকাদের শুভেচ্ছা ও মতবিনিময়

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এক ঝাঁক তারকা অভিনয়শিল্পী। সোমবার (১৪ জানুয়ারি) বেলা ৩টার দিকে নগরীর বনানীস্থ নতুন বিআরটিএ ভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

এ প্রসঙ্গে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, দ্বিতীয়বারের মতো তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ কারণে আমরা শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। তার সঙ্গে আমাদের শিল্পীদের সম্পর্ক অনেক আগে থেকে। কারণ ১৯৯৬ সালে তিনি সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। যে কারণে শিল্পীদের সঙ্গে তার একটা যোগাযোগ ও সখ্য আগে থেকেই রয়েছে। আমরা যেসব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি সেগুলো তাকে অভিহিত করেছি। নাটকের বিপর্যয় অর্থাৎ সম্প্রচার নীতিমালা, শিল্পী কল্যাণ তহবিলসহ বেশ কিছু বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন, অভিনয়শিল্পী সংঘের কিছু দাবি ছিল, যা আমরা গত বছর তথ্যমন্ত্রীকে দিয়েছিলাম। এ বিষয়েও মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আমাদের দাবিগুলো সমাধানযোগ্য বলে তিনি মনে করছেন। তিনি আশ্বাসও দিয়েছেন। আমরা শিগগির তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তাছাড়া আগামী ২১ ফেব্রুয়ারি অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভা। এদিন প্রধান অতিথি হিসেবে মন্ত্রী মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মীর সাব্বির, শমী কায়সার, আফসানা মিম, সুইটি, মাহফুজ আহমেদ, বন্যা মির্জা, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!