শরীয়তপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে ফেসবুক পোস্টে সরকারের ভাবমূর্তি ক্ষু’ণ্ণ করা এবং উসকানির অভিযোগে শরীয়তপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মাস্টার ট্রেইনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে জেলে পাঠানো হয়েছে। আগের রাতে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন।
গ্রেপ্তারকৃত মুস্তাকিম বিল্লাহ (৩৭) শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মাস্টার ট্রেইনার পদে কর্মরত রয়েছেন। এ ঘটনায় তাকে সাময়িক বরখা’স্ত করেছে কর্তৃপক্ষ। তিনি মাদারীপুর পৌরসভার ২ নম্বর নতুন শহর এলাকার খন্দকার আবদুল লতিফের ছেলে।
পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, ফেসবুকের এক ফেক আইডি থেকে পোস্ট করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এডিট করে লাইক-শেয়ার করে সরকারের ভাবমূর্তি ক্ষু’ণ্ণ করার অভিযোগে তার বিরু’দ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গত রবিবার পালং মডেল থানার উপ-পরিদর্শক রাজিব শিকদার একটি মামলা করেন।
এরপর আসামি মোস্তাকিম বিল্লাহকে শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের সামনে থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।
শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি বলেন, এনএসআই প্রতিবেদনের ভিত্তিতে ইফা’র মাস্টার ট্রেইনার মুস্তাকিম বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাস্টার ট্রেইনার মুস্তাকিম বিল্লাহকে প্রকল্প পরিচালক ফারুক আহমেদ স্বাক্ষরিত সাময়িক বরখা’স্ত করে তাকে একটি অনুলিপি দিয়েছে।
কবরস্থান থেকে গোপন বৈঠক থেকে জামায়াত-বিএনপির ২০ নেতাকর্মী গ্রেপ্তার
শরীয়তপুর জেলার গোসাইরহাটে গোপন বৈঠকের সময় জামায়াত বিএনপির ২০ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে গোসাইরহাট থানা পুলিশ। এ মামলায় পলাতক রয়েছে ১১ বিএনপির নেতাকর্মী।
এসময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল, ১টি সরকারি ডেল ল্যাপটপ, নিজস্ব রিপোর্ট বই ও বিভিন্ন বই জ’ব্দ করে পুলিশ।
গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বি’স্ফোরক ও না’শকতার মামলায় বুধবার (৩১ মার্চ) দুপুরে শরীয়তপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সামন্তসার ইউনিয়নে কবরস্থান নামে জায়গায় স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম হাওলাদারের বাড়িতে জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে। গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে ২০ জনকে আটক করে। আরও ১১ জন পালিয়ে যায়। ৩১ জনকে আসামি করে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন গোসাইরহাট থানা পুলিশ।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরু’দ্ধে বি’স্ফোরক ও না’শকতার মামলায় আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।
428