মাছ চুরি মামলা: ৫ হাজার টাকা মুচলেকায় জামিন জাফরুল্লাহর

0

আইন আদালত ডেস্ক:

জমি দখল, চাঁদাবাজি ও মাছ চুরির অভিযোগে সাভারের আশুলিয়া থানায় করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অভিযুক্ত ৪ জন।

সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনের আদালতে জাফরুল্লাহসহ ৪ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে ৫ হাজার টাকা করে মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করা হয়।

মামলার অপর ৩ আসামি হলেন- গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও সহ-রেজিস্ট্রার গোলাম মোস্তফা।

প্রসঙ্গত, গত অক্টোবরে ভূমিতে অনধিকার প্রবেশ, চাঁদাবাজি, ভাঙচুর, জমি দখল এবং মাছ ও সাইনবোর্ড চুরির অভিযোগে ডা. জাফরুল্লাহসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করা হয়। মামলার পর হাইকোর্ট থেকে জামিন নেন তারা।

১৫ মামলায় জামিন পেলেন ব্যারিস্টার মইনুল, মুক্তিতে বাধা নেই

মানহানির অভিযোগে দায়ের হওয়া ১৫ মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন। গতকাল রোববার (১৩ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে তার মুক্তিতে আর কোনও বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মাসুদ রানা।

পরে খন্দকার মাহবুব হোসেন বলেন, মানহানির অভিযোগে বিভিন্ন আদালতে দায়ের করা ১৫টি মামলায় ব্যারিস্টার মইনুলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে এখনও একই অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও ৩টি মামলা বিচারের প্রক্রিয়ায় না থাকায়, এসব মামলায় তার জামিনের প্রয়োজন নেই। ফলে তার কারামুক্তিতে আর কোনও বাধা থাকছে না।

উল্লেখ্য, গত বছর একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল। এতে সমালোচনার ঝড় উঠে সবখানে। বক্তব্য প্রত্যাহার করে মইনুল হোসেনকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে মামলা হয়। পরে গত ২২ অক্টোবর রাতে গ্রেফতার হন ব্যারিস্টার মইনুল হোসেন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!