সময় এখন ডেস্ক:
শ্বাসকষ্ট সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে রিজভীর পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে। আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেয়া হয়। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর করোনা টেস্ট করানো হলে গত ১৭ মার্চ তার করোনা পজেটিভ আসে। পরে ১৮ মার্চ তাকে রাজধানী বেসরকারি স্কয়ার হাসপাতালের ভর্তি করা হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের করোনা ধরা পড়েছে।
গত বুধবার (৩১ মার্চ) ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ও রিজভীর মতো স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
করোনায় আক্রান্ত হয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও। বৃহস্পতিবার (১ এপ্রিল) তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে মান্না বলেন, বুধবার করোনা টেস্ট করিয়েছি। আজ সকালে রেজাল্ট পজেটিভ আসে। শরীর ভালো আছে, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাই।
ফেসবুকে উগ্রবাদী কর্মকাণ্ডের দায়ে ২ যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফেসবুকে গুজব ও উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার দায়ে ২ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের আবুল কাসেম মণ্ডলের ছেলে আশিক মণ্ডল (২৫) ও বহরপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শাকিল শেখ (১৯)।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত দুই যুবক মোবাইল ও কম্পিউটারের সহযোগিতায় বিভিন্ন ফেসবুক আইডি খুলে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব বিনষ্টকরণসহ সাধারণ মানুষকে দাওয়াতি পরিচালনা করে আসছিল।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।