শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে বিলেতি ‘ইকোনোমিস্ট’ চক্রের চুলকানি কেন?

0

মুক্তমঞ্চ ডেস্ক:

পৌনে দুইশত বছর যাবত বিলাত থেকে প্রকাশিত ‘ইকোনোমিস্ট’ পত্রিকা সাংবাদিকতা জগতের পথিকৃৎ বলে আমরা অনেকে উল্লেখ করি বা গর্ববোধ করি। কিন্তু কোন দেশের বিরু’দ্ধে মিথ্যাচারের সাংবাদিকতা তার তথাকথিত ঐতিহ্যকে কোথায় নামিয়ে দেয়, সে নিয়ে কিছু কিছু গবেষণা হতে পারে।

এই পত্রিকাটি বাংলাদেশের ৫০ বছর নিয়ে দু’টি প্রতিবেদন ছেপেছে গত ২৭ মার্চ তারিখে (Bangladesh’s growth has been remarkable, but is now at risk ও অপরটি As it turns 50, Bangladesh is doing well, despite its politicians) যেগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে মনে হবে সে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করছে। প্রকারান্তরে সে করেছে ‘গিবৎ’ যাকে আমরা অপ’সাংবাদিকতাও বলতে পারি।

আর এজন্যে সে ব্যবহার করেছে সূক্ষ্ম কথার মারপ্যাঁচ যা পড়লে মনে হবে প্রতিবেদনটি একটি গবেষণাপত্র ও বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদকের বিশদ জ্ঞান আছে।

বলা বাহুল্য, এই দুই প্রতিবেদনের কোথাও প্রতিবেদক, বিশ্লেষক বা গবেষকের নাম উল্লেখ করা হয়নি। এগুলো যদি রিপোর্ট বা প্রতিবেদনও হয় তাহলেও প্রতিবেদকের নাম এমনকি from our desk ইত্যাদি কিছুরই উল্লেখ নেই। এ থেকে মনে সন্দেহ জাগে, কেউ বোধ হয় পেছন থেকে কলকাঠি নেড়ে এসব করাচ্ছে।

সাম্প্রতিক আল-জাজিরার ঘটনার পরে এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। কারণ তথ্যানুসন্ধানে যেসব লোকের কথা বাতাসে ভেসে বেড়ায় এদের অনেকেই লন্ডনে থাকেন, সে দেশের নাগরিক বা অভিবাসী।

আবার প্রতিবেদনে শেখ হাসিনার সরকারের সবই খারাপ আর অমুকের-অমুকের কাজ খুব ভালো এরকম ইঙ্গিত দিয়ে বাংলাদেশের উন্নয়নের ফিরিস্তিতে সেসব অমুকদের গুরুত্ব তুলে ধরে একটা মিথ তৈরি করার চেষ্টাও আছে। ফলে দেশেও যে সেরকম অভিবাসী টাইপের ব্যাক্তিত্ব বা মানুষ নেই যারা এসবে মদদ দেবেন না এমনও নয়।

একটি প্রতিবেদনের শুরুতেই কেমন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডাক ও আত্মাত্যাগ করা শহীদের সংখ্যা নিয়ে বিরূপ ও অবমাননাকর মন্তব্য জুড়ে দেয়া হয়ছে। যা এই প্যারা থেকে তা সহজেই অনুমেয়-

No sooner had local politicians declared the independence of the eastern half of Pakistan (as Bangladesh had previously been) on March 26th of that year than the Pakistani army initiated a brutal war to crush the separatists, at a cost of somewhere between 500,000 and 3m lives. The fighting, along with devastating floods and cyclones, had turned the new country into one of the most destitute spots on Earth.

এখানে বঙ্গবন্ধুর সংগ্রামের ডাকের কথা তো নেই-ই, বলা হয়েছে ‘somewhere between’ ৫ লক্ষ থেকে ৩০ লক্ষের মতো মানুষের মৃ’ত্যু ঘটেছে!

প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করা হয়েছে বটে কিন্তু ইনিয়ে বিনিয়ে কৃতিত্ব দেয়া হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো ও ক্ষুদ্র ঋ’ণের প্রতিষ্ঠানগুলোকে। এখানেও একটি সন্দেহের উদ্রেক হয়, এনজিওদের আর্থিক সংশ্লিষ্টতা দেশের মোট উন্নয়ন খাতে ব্যায়ের শতকরা ১০ ভাগ বা এর চেয়ে কিছুটা কম হলেও এদের ভূমিকা কেন বড় করে দেখানো হয়?

নিশ্চয়ই শুধুমাত্র সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিতেই; না হলে যারা এই জাতীয় ব্যাখ্যা দেবার সুযোগের অপেক্ষায় থাকেন তাদের পরিচয় কী? এই খাতের মানুষদের সরব উপস্থিতি দেখা যায় যখন ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি হয় বা যখন আওয়ামী লীগ সরকারে থাকে। আমাদের উন্নয়ন ইতিহাসটা যদি ঠিকঠাক মতো লেখা হতো, তাহলে আমরা ‘ডক্যুমেন্টেড’ দেখতে পেতাম এদের বিকাশ হয়েছে।

কিন্তু সব স্বৈ’রাচারের আমলেই, ফলে উদ্দেশ্য কী ছিল তারও একটা বিশ্লেষণ আমরা সে ইতিহাসে পেয়ে যেতাম। কিছু সাময়িক কর্মসংস্থান সৃষ্টি ছাড়া আর স্বাস্থ্য ক্ষেত্রে কিছু উদ্ভাবন ছাড়া বৈদেশিক অর্থপুষ্ট বেশিরভাগ এনজিওদের পরিণতি হয়েছে ব্যর্থ প্রতিষ্ঠানের।

দেশের উন্নয়নে ব্র্যাকের অবদানের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যদিও তাদের প্রসঙ্গই আলাদা, কারণ ব্র্যাক সামাজিক উন্নয়ন ও উদ্যোগ ব্যবসায় সফল মডেল। কিন্তু তাদের ২০১৯ পর্যন্ত প্রকাশিত হিসাব দেখলে বৈদেশিক অনুদান ও ক্ষুদ্র ঋ’ণ আয়ের নির্ভরতা কোন অংশে কম নয়।

আমরা মনে রাখবো না যে, একটি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন পরিচালনা নীতি-ই তার অংশীদারদের সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করে? সেখানে আলাদাভাবে উন্নয়নের কৌশল বজায় থাকে?

শেখ হাসিনার নেতৃত্বের যে প্রধান কৌশল সেটা holistic বা সামগ্রিক, এই কৌশলের ছায়াতলেই তো সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে ও অবদান রাখছে, যে কারণে বাংলাদেশ কোথায় কোথায় উন্নতি করেছে সেসব সূচক নিয়ে দুনিয়ার কেউই আর মাথা ঘামায় না, তারা বুঝতে চায় নেতৃত্বের কৌশল ও সবকিছুকে দেখছে ‘নেতৃত্বের ম্যাজিক’ হিসেবেই।

কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ সরকারের বর্তমান নেতৃত্বের উন্নয়ন মডেল সারা বিশ্বে প্রশংসিত হলেও ইকোনোমিস্ট বা আল-জাজিরাদের গাত্রদাহ হয় কেন? আসলে কি তাদের গাত্রদাহ হয় নাকি আমাদের কারও কারও হয়? আমাদের মধ্যে তাদেরই হয়, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা এখনও মনে করে বাংলাদেশ কেন পাকিস্থানের চেয়ে বেশি এগিয়ে যাবে? বা তারা মনে করে শেখ হাসিনার সরকার নয় তারও আগে থেকে পুষ্ট করা বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোরই অবদান বেশি।

ক্ষুদ্র ঋ’ণ না থাকলে আর গার্মেন্টসের বিকাশ না হলে এসবের কিছুই নাকি হতো না। কিন্তু একটি সহজ প্রশ্ন, ক্ষুদ্র ঋ’ণের অবদান-ই যদি এতো বেশি হবে তাহলে এ যাবত যে কয়েক লক্ষ কোটি ক্ষুদ্র ঋ’ণের বাজার বিস্তৃত হলো সেটা দিনে দিনে বাড়ছেই কেন? দেশের মানুষ যদি দারিদ্র্য অবস্থা থেকে বের হয়ে না আসবে তাহলে এতোদিনের এতো টাকা গেল কোথায়?

ক্ষুদ্র ঋ’ণের বাজার কি এখন সাধারণের দৈনিক উন্নতির জন্যে দেয়া হয় না কি অনুন্নয়ন খাতে, ‘ট্রেডিং’ বা স্থানীয় বাজারের মজুদ ব্যবসা করতে বেশি দেয়া হয়? ঝুঁ’কি মোকাবেলায় তাদের সক্ষমতা কি হয়েছে? তাহলে সেই ‘৯৮ সালের বন্যার সময় খোদ গ্রামীণ ব্যাঙ্ক বা এই করোনাকালে সরকারের কাছে দলে দলে এরা হাত পাতে কেন?

ইকোনোমিস্টের প্রতিবেদনের পরতে পরতে বাংলাদেশের বর্তমান সরকারের বিরু’দ্ধে বিষোদ্গার করা হয়েছে। ধান ভানতে যেয়ে শীবের গীত গেয়ে নানা প্রসঙ্গের নেতিবাচক উপস্থাপনা করা হয়েছে যা নি’ন্দনীয় ও সাংবাদিকতা ঐতিহ্যের দাবীদারের জন্যে খুবই বেমানান।

এমনকি প্রতিবেদনগুলোয় অযাচিতভাবে নাম, তারিখ ছাড়া বা সূত্র ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে, তার পরিবারের সদস্যদের পর্যন্ত ভুল তথ্য দিয়ে টেনে আনা হয়েছে। যে কেউ ভালো করে পড়লে বুঝবেন এতো অপ্রাসঙ্গিক রীতিতে সেসব উপস্থাপন করা হয়েছে যা পেশাগত রীতিনীতির কাছে হার মেনেছে।

এসব নেতিবাচক প্রচারণার উদ্দেশ্য একটাই- বর্তমান সরকারকে বিশ্ব পাঠকের কাছে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস। কিন্তু এরা বোকার স্বর্গে বাস করে। দুনিয়ার কোথাও একটা নজিরও নেই যে, মানুষের মুক্তির জন্যে যে সংগ্রাম বা মানুষের ভাগ্য উন্নয়নের জন্যে যে সংগ্রাম তা কোনদিন তাবেদার কুচক্রের ষড়’যন্ত্রের কাছে পরাজিত হয়ে থেমে গেছে।

এ দেশের চূড়ান্ত মুক্তির সংগ্রাম ও বিজয় অনিবার্য যা বঙ্গবন্ধুর অর্জনে লেগেছিল ২৪ বছর। বাঙালী যখন ব্রিটিশ-পাকিস্থানিদের ফেরত পাঠাতে পেরেছে তখন এসব হীন প্রপাগান্ডার কুশীলবদেরও ফেরত পাঠাতে পারবে। শেখ হাসিনার বাংলাদেশ ‘উন্নয়ন ও মুক্তির দেশ’ হিসেবেই গণ্য হবে, যদিও তখন এইসব ‘ইকোনোমিস্ট’ সাহেবরা আর টিকে থাকবে কি না সন্দেহ।

লেখক: রেজা সেলিম
পরিচালক, আমাদের গ্রাম গবেষণা প্রকল্প।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!