রিসোর্ট ভেঙে নারীসহ আটক মামুনুলকে তুলে নিয়ে গেল হেফাজত কর্মীরা

0

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ঘেরাও হয়েছিলেন। পরে তার অনুসারীরা রিসোর্টে ঢুকে ভাঙচুর চালিয়ে তাকে তুলে নিয়ে গেছেন।

পুলিশ বলছে, মামুনুল হক একজন নারীসহ রিসোর্টে অবস্থান করছেন, এমন খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন, ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তার কক্ষটি ঘেরাও করেন।

অন্যদিকে মামুনুল হক দাবি করেছেন, তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে অবকাশ যাপনে ছিলেন। কিছু লোক তার সাথে খারাপ আচরণ করেছে।

ঘটনার সংবাদ পেয়ে মামুনুল সমর্থকরা জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে।

পড়ুন: সোনারগাঁওয়ে রিসোর্টে নারীসহ আটক মামুনুল হক (ভিডিও)

শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।

অনুসারীরা যখন রিসোর্টে ভাঙচুর চালিয়ে মামুনুল হককে তুলে নিয়ে যায় তখন মামুনুলকে কক্ষের ভেতর জেরা করছিল পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদসহ সোনারাগাঁ থানার কর্মকর্তারা তখন সেখানেই ছিলেন।

এতে রিসোর্টের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন সোনারগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদুর রহমানসহ অর্ধশতাধিক সাংবাদিক।

উল্লেখ্য, আজ শনিবার বিকাল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন বলেন, ঘটনার এক পর্যায়ে তাকে হেফাজতে ইসলামের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বিকেল থেকে মাওলানা মামুনুল হককে ওই রিসোর্টে আটকে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় প্রশাসন, পুলিশসহ সাংবাদিককরা।

ওই সময় ওসি তবিদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি।

ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করে মাওলানা মামুনুল হক বলেন, স্ত্রীকে নিয়ে সোনারগাঁও যাদুঘরে ঘোরার পর এইখানে (রিসোর্টে) বিশ্রাম নিতে এসেছিলাম। কিন্তু কিছু লোক এসে আমার সাথে বাজে ব্যবহার করেছে। আইনের আশ্রয় নেব আমি।

প্রসঙ্গত, নিজের ২য় স্ত্রী দাবি করলেও আলাদা জেরায় মামুনুল হক তার নাম জানান আমেনা তৈয়বা। ওই নারী জানান জান্নাত আরা ঝর্না। ঠিকানা নিয়েও দুজন দুরকম বলেন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!