সময় এখন ডেস্ক:
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক শনিবার নারায়ণগঞ্জের এক রিসোর্টে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার ঘটনা নিয়ে আজ রবিবার জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি মামুনুল হককে, তার কর্মকাণ্ড ও হেফাজতে ইসলামের তীব্র সমালোচনা করেন।
প্রায় ৪০ মিনিটের বক্তব্যের একটি বড় অংশজুড়ে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে যে ধরনের বিক্ষোভ দেখিয়েছে তারা সমালোচনা করে বক্তব্য দেন।
শেখ হাসিনা বলেন, শনিবার মামুনুল হক ‘অপবিত্র কাজ করে সোনারগাঁও এর রিসোর্টে’ ধরা পড়েছেন। এরা ধর্মের নামে এত কথা বলে, পবিত্রতার নামে এত কথা বলে, এখন অপবিত্র কাজ করে সোনারগাঁও এর রিসোর্টে ধরা পড়েছে দলটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। এখন সেটা ঢাকার জন্য নানা রকম চেষ্টা করছে তারা।’
তবে মামুনুল হক পরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রধানমন্ত্রী না জেনে অসত্য বক্তব্য দিচ্ছেন’। আর হেফাজতে ইসলাম প্রধানমন্ত্রীর বক্তব্যের নি’ন্দা জানিয়ে বলেছে, তারা ‘বিব্রত ও হতবাক’।
আপত্তিকর অবস্থায় আটক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে উদ্ধার করতে হেফাজতে ইসলামের সমর্থক এবং মাদ্রাসার ছাত্ররা হাম’লা চালিয়ে সেখান থেকে নিয়ে যায়।
সোনারগাঁও থানার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, সোনারগাঁও এলাকায় অবস্থিত একটি রিসোর্টে শনিবার বিকেলে মামুনুল হককে ঘেরাও করে রাখে স্থানীয় কিছু লোকজন। মামুনুল হক একজন বেগানা নারীকে নিয়ে রিসোর্টে অবস্থান করছিলেন, যা স্থানীয়রা টের পায়।
অন্যদিকে, মামুনুল হকের দাবি ছিল, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছেন। এক পর্যায়ে পুলিশও সেখানে উপস্থিত হয়। আজ জানা গেছে, এই তথ্যটি ভুয়া। মামুনুল হক ফরিদপুরের জনৈক শহীদুল ইসলামের স্ত্রী জান্নাত আরা ঝর্নাকে (মামুনুল যার নাম আমিনা তৈয়বা বলে দাবি করেন) নিয়ে রিসোর্টের একটি কক্ষে অবস্থান করছিলেন।
প্রধানমন্ত্রী সংসদে তাঁর ভাষণে বলেন, ‘এত আগুন জ্বালাও-পোড়াও করে তিনি (মামুনুল হক) বিনোদন করতে গেলেন রিসোর্টে, একজন সুন্দরী মহিলা নিয়ে। এরা ইসলাম ধর্মের নামে কল’ঙ্ক। এরা ইসলাম ধর্মকে ছোট করে দিচ্ছে।’ এরা ধর্মকে ক’লুষিত করে দিচ্ছে, ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। বিনোদনের এত অর্থ কোথা থেকে আসে? এমন প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।
এদিকে, শনিবারের ঘটনার প্রতিবাদ করে রবিবার হেফাজতে ইসলাম বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে। সেখানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক দাবি করেন, প্রধানমন্ত্রী সংসদে তার সম্পর্কে না জেনে ‘অসত্য’ মন্তব্য করেছেন।
এছাড়া রিসোর্টে নিজের সাথে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করে বলেছেন, ‘সে শরীয়তসম্মত উপায়ে, হালাল উপায়ে আমার বৈধ স্ত্রী’। যারা ‘মিথ্যা’ তথ্য দিচ্ছে তাদের ওপরও আল্লাহর গজব পড়বে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেছেন, প্রধানমন্ত্রী ‘বিভ্রা’ন্তিমূলক’ তথ্য পেয়ে সংসদে বক্তব্য দিয়েছেন। দলটি প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের নি’ন্দা জানিয়েছে।
মোহাম্মদ ফয়সাল বলেন, একজন প্রধানমন্ত্রী নিশ্চিত না হয়ে, মিথ্যা সংবাদ শুনে এবং সুপার এডিটিং করে যে সমস্ত ভিডিও গতকাল প্রচার হয়েছে, সে কথা শুনে তিনি জাতীয় সংসদে যে কথা বলেছেন, তাতে আমরা বিব্রত এবং হতবাক।
বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দ বসে প্রতিবাদ কর্মসূচি নির্ধারণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
119