সময় এখন ডেস্ক:
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক বেগানা নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বিলাসবহুল রয়েল রিসোর্ট হোটেলে আপত্তিকর অবস্থায় থাকার খবর শুনে আটক করে রাখায় ঘটনা ঘটেছে গতকাল।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিছু সময় পর বেশ কিছু হেফাজতকর্মী ‘রয়েল’ নামের ওই রিসোর্টে হাম’লা চালিয়ে মামুনুলকে মুক্ত করে নিয়ে যান। এ সময় হেফাজতকর্মীরা রিসোর্টে ভাঙচুরও করেন।
এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম ডাকসুর সাবেক জিএস ও ছাত্রলীগ কেন্দ্রীয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
গোলাম রাব্বানী বলেন, সোনারগাঁও এর রয়েল রিসোর্টের ঘটনা ও ফোনালাপগুলো দিবালোকের স্পষ্ট করে দিয়েছে যে মামুনুল হক সাহেব বিবাহবহির্ভূত অ’বৈধ সম্পর্কে জড়িয়ে ধরা খেয়ে দুর্বল স্ক্রিপ্টে বিয়ের মিথ্যা গল্প সাজিয়েছেন, নিজে পরকীয়ার সাথীকে ও বৌকে শিখিয়ে দিচ্ছেন, বোনকে দিয়ে বৌকে শেখাচ্ছেন কি কি বলতে হবে!
এই ইস্যুতে শাক দিয়ে মাছ ঢাকার আর কোন সুযোগ নেই, যারা বোঝার ক্রিস্টাল ক্লিয়ার বুঝে গেছেন।
রাব্বানী বলেন, তবে এটা বলতে ও স্বীকার করতে হবে, মামুনুল হক এন্ড গং এর অন্ধ মুরিদদের বুকের পাটা আছে, তাদের ভ’ন্ড নেতা ও আদর্শের প্রতি কমিটমেন্ট আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জেনার মতো গ’র্হিত অপরাধ করার পরও তারা হাম’লা-ভাংচুর করে গায়ের জোরে তাদের হুজুরকে ঠিকই ঘটনাস্থল থেকে বের করে নিয়েছে। তারা নৈতিকভাবে চরম প্রশ্নবিদ্ধ হলেও ফুল কমিটেড।
সাবেক এই ছাত্রনেতা বলেন, আমাদের আদর্শিক কোন সহযোদ্ধা এমন গ’র্হিত অ’ন্যায় তো দূরের কথা, কেউ মিথ্যা অভিযোগে বা ষড়’যন্ত্রের শি’কার হয়ে যদি এমন পরিস্থিতিতে পড়তো, তবে আমাদের নেতারা জানার পরে সাহায্য করা তো দূরে, আর যোগাযোগই রাখতো না! সত্য-মিথ্যা যাচাই না করেই মিডিয়ায় ফলাও করে বলতো, চিনিনা, জানিনা, দলের কেউ না ব্লা ব্লা ব্লা।
রাব্বানী বলেন, এমন বহু ঘটনা আছে, আমাদের দলীয় নেতা-কর্মীরা অ’ন্যায় না করে বিনা দোষে সাজা পাচ্ছে আর নিজ দলের লোকজনই সে দুঃসময়ে সহানুভূতি-সহযোগিতা-সমর্থনের বদলে টিপ্পনী কাটে, খোঁ’চা মারে, পারলে আরেকটু বিপদে ঠেলে দিয়ে নিজের আখের গোছায়!
এটাই আমাদের আদর্শিক শক্তি আর কমিটমেন্টের অবস্থা! আমরা কি এমন আদর্শ চেয়েছিলাম?
105