সময় এখন ডেস্ক:
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে বেগানা নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে আটক করে স্থানীরা। গতকাল শনিবার (৩ এপ্রিল) বিকেলে রিসোর্টের ৫ম তলার ৫০১ নম্বর কক্ষে তাকে আটকে করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এ সময় মামুনুল হক দাবি করেন, সঙ্গে থাকা নারীর নাম আমিনা তৈয়বা। তিনি তার দ্বিতীয় স্ত্রী। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।
যদিও পরে জানা যায় ওই নারীর নাম জান্নাত আরা ঝর্না। তিনি ফরিদপুর নিবাসী অলিউর রহমানের কন্যা এবং হাজেফ জাফর শহীদুল ইসলামের স্ত্রী। তাদের দুই পুত্র সন্তানও রয়েছে।
এবার গণমাধ্যমের কাছে এলো সেই দুই পুত্রের সাথে মায়ের ফোনালাপের একটি ক্লিপ। যাতে ক্ষুব্ধ দুই ভাইয়ের মুখে বলতে শোনা যায় মামুনুল হককে সামনে পেলে তারা প্র’হার করবেন বলে মাকে জানায়।
কথোপকথন:
ঝর্না : হ্যাঁ বাবা, কী করো, ঘুমাও? পুত্র: নাহ। : খাইছো রাতে? :: হুম। : তামীম নাকি রাগ করছে? :: সেটা বুঝবা না, সে আসবে তোমার সাথে দেখা করতে। : আম্মুর সাথে এত দূর আইসো না দেখা করতে। আরও লেট হবে। :: সেই বোঝাপড়া আমরা দুই ভাই করে আসবানি, কার কোন সময় দেখা করতে হয়, কী করতে হয়।
: না বাবা, এখন ঝামেলা দিও না। এমনিতে বহুত ঝামেলার মধ্যে আছি। আর ঝামেলা… :: অত দরদ দেখায়ো না তার (মামুনুল) প্রতি। সে কিন্তু প্রচন্ড পরিমাণে মা’ইর খাবে খুলনার দিকে আসলে। সে কিন্তু জানে না, আমরা দুই ভাই। আগে কিন্তু আমি একা ছিলাম, আমারে কইতা। তামীম কিন্তু বলছে, সে (মামুনুল) প্রচন্ড মা’ইর খাবে।
: শোনো, শোনো, আজকে আমি এই মৃ’ত্যুর হাত থেকে বের হলাম। তুমি কিন্তু জানো। :: সত্যটা গোপন থাক। : আচ্ছা, ঠিক আছে। তুমি আমার কথা শোনো.. সত্য গোপন থাকে না। আম্মু খারাপ করছি। আরেকজন খারাপ করছে বুঝলাম। কিন্তু তুমি তো ভালো করবা। :: আমার ভালো খারাপের দরকার নেই। তামীমের সাথে কথা কও। আমার কথা কওয়ার দরকার নাই।
: দ্যাও। হ্যালো… :: তোমার সাথে ওর কথা কইতে মন চাচ্ছে না। : আচ্ছা, তুমিও বলবে না, ও-ও বলবে না। দুইজনই বলবা না? :: নাহ, তামীম কথা বলতে চাইতেছে না। : ঠিক আছে মিজাজ ঠান্ডা করে ফোন দিও।
:: মিজাজ ঠান্ডা সেইদিন হবে, যেদিন উনার (মামুনুল) সাথে বৈঠক হবে। আব্বু তো কইছে, উনার সাথে বসা হবে। সেইদিন যে কী হবে উনার। আমি মিডিয়ার সামনে বলবো তো, উনি আগের পরিবারের কাউরে জানাইছে? উনি ক্যামনে বন্ধুর স্ত্রীর সাথে যোগাযোগ করল। বিয়ে করল ক্যামনে? কিসের ইসে? ওগুলা তো মিডিয়ার সামনে বলব।
: তো, তুমি কি এখন আমাকে এভাবে জেরা করবা? :: আমি তোমারে আর কী জেরা করব? জেরা করার আমি কে? : তুমি কেন আমার সাথে এরকম করতেছ? :: একটা কথা মনে রাইখো, যেদিন আমাদের দ্বারা কোনো ভুল হবে, সেদিন আমরাও বলব আমাদের তো ভুল হইয়ে গেছে, উনি তো ম’ইরে গেছে। কী করব আমরা দুই ভাই?
: হ, আজকে আমিই ম’ইরে গেলে ভালো হইত, সব ঝামেলা মিটে যাইত। তুই আমার সাথে যে শুরু করিস, এতে আমি ম’ইরে গেলেই ভাল হইত। আমার সত্যিই আর বাঁচতে ইচ্ছা করতেছে না। এত ঝামেলা আমি আর নিতে পারতেছি না। ঘুমাও। :: তবে এটুক মনে রাইখো, উনার সাথে আমাদের দুই ভাইয়েরই দেখা হবে।
ভিডিও: