যে কারণে হেফাজতের ২৩ শীর্ষ নেতার ব্যাংক হিসাব তলব

1

সময় এখন ডেস্ক:

সন্দেহজনক লেনদেনের কারণেই হেফাজতের ২৩ শীর্ষ নেতার ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা। এমনটাই মনে করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এদিকে, বারবার জামিনের শর্ত ভাঙায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনের অন্য নেতাদের জামিন বাতিলে আইনি দক্ষেপ নেয়ার কথা ভাবছে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মুক্তিযুদ্ধের প্রধান মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে হেফাজতের তা’ণ্ডব দেখেছে সারাদেশ।

ধর্ম নিয়ে রাজনীতি করা সংগঠনটি নীতি বহির্ভূতভাবে হরতাল ডেকে দেশজুড়ের চালিয়েছে তা’ণ্ডব। আর এই সহিং’সতায় জামায়াত-শিবিরের সম্পৃক্ততারও তথ্য দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কয়েকটি গোয়েন্দা সংস্থা।

সহিং’সতার পেছনে অর্থায়ন এবং হেফাজত আমীরের আর্থিক অনিয়ম নিয়েও মুখ খুলেছেন কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে হেফাজতের আমীরসহ সংগঠনটির ২৩ শীর্ষ নেতার ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা।

একইসাথে তথ্য চাওয়া হয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার ৩০টি মাদ্রাসারও।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খানের ধারণা, সন্দেহজনক লেনদেনের কারণেই হয়ত এসব তথ্য চেয়েছে গোয়েন্দা সংস্থাটি।

তিনি বলেন, আর্থিক গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে কোনো সন্দেহজনক লেনদেন এবং সন্ত্রা’সে অর্থায়নের আলামত আছে কি না। যদি থাকে গোয়েন্দা সংস্থা তাদের বিরু’দ্ধে রিপোর্ট তৈরি করবে। রিপোর্ট তৈরি করে বিষয়টি অনুসন্ধান করে মামলা করা হবে।

২০১৩ সালের ৫ মে হেফাজতের তা’ণ্ডবের মামলায় বাবুনগরীসহ অনেক শীর্ষ নেতা আসামি হলেও আদালত থেকে জামিন পান। সংগঠনটির শীর্ষ নেতাদের উসকানিতে বার বার সহিং’সতা হলেও তাদের জামিন বাতিলের কোন পদক্ষেপ নেয়নি রাষ্ট্রপক্ষ।

মূখ্য মহানগর হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু বলেন, জামিনের যে শর্ত, তারা যদি সেই শর্ত যদি না মেনে থাকে সেক্ষেত্রে জামিন বাতিল হতে পারে। আমরা এ ব্যপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।

হেফাজত নেতাদের বিরু’দ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান হেফাজতে ইসলামের তা’ণ্ডবের প্রতিবাদে এক সভায় গতকাল দাবি জানিয়েছেন, হেফাজতে ইসলামের আর্থিক লেনদেন, অর্থায়ন এবং সংগঠনের নেতাদের ওয়াজের বিনিময়ে প্রাপ্ত অর্থ কর এবং হিসাবের আওতায় আনার জন্য।

শেয়ার করুন !
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

১ Comment

  1. Hefajot Islam Ke jongi songothon hishabe deshe er 17 koti jonogon dekche. RAB, Police Holly Artison er jongi der shoot kore merechilo sei vabe Nastik Hefazot Jongi der shoot kore mere fela hobe eta 17 koti jongon er dabi. Hefajot er sokol neta der Sompod, Bank Ballence, Bari- ghor Bajeapto korte hobe . Desh er sokol Madrasha gulo te oboidho cash koti koti taka ache , Osro ache seigulo ke RAB. Police er ayotte niye asha hobe & mamla kora hobe.. Madrashy Shishur der bolatkar kora hoy egulor upor report kora hobe. Hefajot er sokol kaj kormo islam birodhi & era Nastic jalim. BNP, Shibir, JMB, Harkatul Jehad era sokolei Hefajot er songe. Dr, Jafor Ullah, Mahmudur Rahman Manna , Ex VP Nurul era sokolei jongi eder arrest kore Mamla kore 20 years jail saja dewa hobe. Hafajot noirajjo deshe er sompod dhongso koreche egulor jonno hazar koti takar khoti puron newa hobe.

Leave A Reply

error: Content is protected !!