সুনামগঞ্জ প্রতিনিধি:
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনকে (ফয়েজ মারজান) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফয়েজ উদ্দিন ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানান, ফয়েজ উদ্দিনের ফেসবুকের স্ট্যাটাস দেখে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি- সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে তাকে বহিষ্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিল।
এর প্রেক্ষিতে তাকে তার পদ থেকে এবং বাংলাদেশ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড থেকে অ’ব্যাহতি দেওয়া হয়েছে।
মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংঘ’র্ষের ঘটনায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ দলটির ১৭ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর পল্টন মডেল থানায় খন্দকার আরিফুজ্জামান নামে পুরান ঢাকার এক বাসিন্দা এ মামলা করেন।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, খন্দকার আরিফুজ্জামান ২৬ মার্চ দুপুরে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মসজিদের বাইরে উত্তর গেটে কয়েক হাজার জামায়াত-শিবির-বিএনপি-হেফাজতের বিশাল জমায়েত দেখতে পান।
এ সময় মামুনুল হকের নির্দেশে তারা সাধারণ মুসল্লিদের ওপর হাম’লা চালায়। এ হামলায় তিনি গুরুতর আহত হন।
মামলায় অন্য আসামিরা হলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম-মহাসচিব মাওলানা লোকমান হাবিব, যুগ্ম-মহাসচিব নাসির উদ্দিন মনির, নায়েবে আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাখজান মাওলানা নুরুল ইসলাম গেহাদী।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া নেয়েবে আমির মাজেদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়্যুবী, সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিন, টঙ্গীর সহ-সাংগঠনিক মাওলানা মাসুদুল করিম, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাশেমী, প্রচার সম্পাদক মাওলানা যাকারিয়া নোমান ফয়েজী,
মাওলানা ফয়সাল আহমেদ, সহকারী দাওয়া সম্পাদক মাওলানা মুশতাকুন্নবী, ছাত্র ও যুব সম্পাদক মাওলানা হাফেজ মো. জোবায়ের ও দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ মো. তৈয়ব।