সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে এক শিক্ষার্থীকে ব- কার করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাফেজ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। আজ বৃহম্পতিবার দুপুরে তার নামে মামলা দায়েরের পর জেলে পাঠানো হয়েছে।
হাফেজ আনোয়ারুল ইসলাম (৩৩) উপজেলার কালিকাপুর মোড়লপাড়া গ্রামের আব্দুল জব্বার মোড়লের ছেলে ও কালিগঞ্জ কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।
কালিগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৩/৪ দিন দিন আগে মাদ্রাসা শিক্ষক আনোয়ারুল ইসলাম তারই মাদ্রাসার ১৪ বছরের এক ছাত্রের সঙ্গের সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়।
সাতক্ষীরার পুলিশ উক্ত বিষয়ের সত্যতা ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনা তদন্তে সত্যতা পাওয়ার পর ওই মাদ্রাসা শিক্ষকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে ২টি সিমসহ উদ্ধারকৃত মোবাইল ফোনে আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে তার একই ধরণের অপকর্মের স্থিরচিত্র ও ভিডিও পাওয়া যায়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই হুমায়ুন কবির বাদী হয়ে এরই মধ্যে প- গ্রাফি নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক হাফেজ আনোয়ার বহুদিন ধরে নিজের মাদ্রাসার অনেক শিক্ষার্থীর সাথে এসব করে আসছে বলে অভিযোগে জানান পড়ুয়ারা। তারপর সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তাদেরকে পুনরায় একই কর্মে বাধ্য করতেন বলে জানায় তারা।
গ্রেপ্তারের পর মাদ্রাসা শিক্ষক হাফেজ আনোয়ারুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানায় কালিগঞ্জ থানা পুলিশ।
316