হ্যাকারদের কবলে জগন্নাথের ৩৪২ শিক্ষার্থী-শিক্ষকের ফেসবুক আইডি

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৪২ জন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এসব তথ্য হাতিয়ে নেয় একটি লো-লেভেল হ্যাকিং প্ল্যাটফর্ম প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এক প্রযুক্তিকর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে প্রকাশ হওয়া শিক্ষার্থীদের তথ্য দেন। তিনি জানান, ব্যবহারকারীর ফোন নম্বরসহ অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে করেছে চক্রটি।

গত শনিবার বিজনেস ইনসাইডার এ তথ্য সবার আগে প্রকাশ করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

ফাঁ’স হওয়া তথ্যের মধ্যে রয়েছে ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, ফেসবুক আইডি নম্বর, পুরো নাম, ঠিকানা, কর্মস্থল, প্রোফাইল এবং কিছু ক্ষেত্রে জন্ম তারিখ ও ইমেইল ঠিকানা।

এই ৩৪২ জনের ফেসবুক আইডিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তথ্য যুক্ত রয়েছে। এ ছাড়া আইডিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তথ্য যুক্ত নেই এমন অনেকেই থাকতে পারেন। তাই তাদের শিক্ষার্থী হিসেবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র কাউসার বলেন, আইডিগুলোর নিরাপত্তায় হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে চক্রটির। তারা ইউজারদের ক্ষ’তি করতে পারবে। এ ছাড়াও কোনো অপরাধী চক্র ওই নাম্বার সমূহের দ্বারা প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর অন্য ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের মাধ্যমে ক্ষ’তি করতে পারবে।

এতে যে কাউকে লক্ষ্য করে তার সব তথ্য নিয়ে আলাদা প্রোফাইল রেডি করে তা অন্য জায়গায় ব্যবহারের সুযোগ রয়েছে, জানান কাউসার।

বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, যাদের তথ্য খোয়া গেছে ভবিষ্যতে তাদেরকে বিভিন্নভাবে হয়রা’নি বা হে’নস্তা করার সুযোগ থেকে যায়। আইডিগুলোর সংশ্লিষ্ট সকল নিরাপত্তায় হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে চক্রটির।

প্রাথমিক সতর্কতা জন্য করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যাদের আইডি হ্যাক হয়েছে তারা থানায় জিডি করে রাখতে পারেন। ফেসবুক কর্তৃপক্ষের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এ ছাড়াও প্রোফাইলে থাকা এমন কোনো তথ্য যা ক্ষতি’ বয়ে আনতে পারে সেগুলো প্রোফাইল থেকে সরিয়ে ফেলতে হবে।

পৃথিবীর ১০৬টি দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর নাম রয়েছে হ্যাকিংয়ের তালিকায়। অনেকটা বিনামূল্যে এসব তথ্য অনলাইনে বিক্রি করা হচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১০৬ দেশের মধ্যে এতে সবচেয়ে বেশি ৩ কোটি ২০ লাখ তথ্য প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের। রয়েছে যুক্তরাজ্যের ১ কোটি ১০ লাখ ও ভারতের ৬০ লাখ ব্যবহারকারীর গোপনীয় তথ্য।

তবে ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এর আগে গত কয়েক বছরে বেশ কয়েকবার বিশ্বের বৃহত্তম এ সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য খোয়া গেছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!