সময় এখন ডেস্ক:
গত ৩ এপ্রিল এক বেগানা নারীর সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে অবকাশ যাপনের সময় আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েন হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক। তিনি সে সময় দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।
যদিও পরবর্তীতে নানান ফোনালাপে প্রকাশ পায়, ওই নারীর সাথে তার বৈবাহিক সম্পর্ক নেই। শুধুমাত্র তার দারিদ্রের সুযোগ নিয়ে মামুনুল হক তাকে বছরের পর বছর ‘ব্যবহার’ করে গেছেন।
তবে এটিই মামুনুল হকের জীবনের একমাত্র কালো অধ্যায় নয়। এরই মাঝে প্রকাশিত হয়েছে তার আরও বেশ কিছু আপত্তিকর ফোনালাপ। যাতে বোঝা যায়, যৌ- সংক্রান্ত বিষয় নিয়ে নিয়মিত আলাপ করেন তিনি বেগানা নারীদের সাথে। মুখে ধর্মের কথা বলে অধর্ম এবং চারিত্রিক স্খ’লনের প্রমাণ উঠে আসছে ক্রমাগত।
এবার গণমাধ্যমের হাতে এসেছে তেমনই আরেকটি ফোনালাপ। যেখানে অজ্ঞাত এক নারীর সাথে বেশ আপত্তিকর কথাবার্তা শোনা গেছে। শালীনতার কারণে সংক্ষেপিত আকারে প্রকাশ করা হয়েছে।
কথোপকথন:
মামুনুল: কী খবর? নারী:: আপনার কী খবর? ঠিক আছেন আপনি? : নাহ, আমি তো মইরা গেছি। :: খুব ভাল আছেন মনে হইতেছে? : জান্নাতে আছি, জান্নাতে। যু’দ্ধটুদ্ধ (পিরিয়ড) বন্ধ হইছে? :: নাহ, জি’হাদের ডাক দিলেন আপনি, বন্ধ হয় কীভাবে? শুরু হইতাছে। : হুম? :: কইছি শুরু হইতাছে। যু’দ্ধের ডাক না দিলেন আপনি?
: আমি তো যুদ্ধে আছি, জ্বলতাছি অলরেডি। তোমারে না ডাকছি? :: আমারে তো ডাকবেন, আমি নাগরিক না? আমার একটা দায়িত্ব আছে না? মামুনুল হক ডাক দিলে আমার যাইতে হইব না? : থাকতে কিন্তু কবা না :: আপনে এমনে আইয়েন। রাত্রে কিন্তু থাকতে দিতে পারতাম না। : তাইলে কী পারবা? :: বুঝি নাই : বলছি কী পারবা?
:: খাওয়াইতে পারমু : কী খাওয়াবা? :: কন আপনি কী খাইতে চান? : চিনি খামু। :: ১ কেজি আছে, দিয়া দিমুনে বললে। : সেই চিনি না। দুগ্ধের চিনি :: এইটা কি এখন সম্ভব? : হুম। :: কীভাবে? ওরা গেট বন্ধ করে দেয় ১০টার দিকে। ১০টার দিকে আইসেন। তারাতারি আইসেন। : তাহলে কি রাখা যায়? :: আপনারে রাখব কীভাবে, আমার রাত্রে মেহমান আসবে। ক্যামনে রাখি?
ফোনালাপ:
4.2K